Purulia-Barakar Road: রাজ্যের এই জাতীয় সড়কের উপর দিয়ে যাতায়াতের সময়ে থাকতে হবে সতর্ক, ৩ মাসে দুর্ঘটনায় মৃত ৭

Prosun Kanti Das

Published on:

Advertisements

Accidents are happening one after another on the Purulia-Barakar state highway: সারা দেশজুড়ে উন্নয়ন ঘটলেও এখনো পরিবহন ব্যবস্থায় বহু জায়গায় অনুন্নত রয়ে গেছে। অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে যখন তখন ঘটছে মানুষের মৃত্যু। তেমনি প্রকাশ্যে এলো এক জাতীয় সড়কের (Purulia-Barakar Road) ঘটনা। যে রাস্তার উপর দিয়ে যাতায়াতের সময় ৩ মাসের মধ্যেই ঘটেছে ৭ জনের মৃত্যু। কিন্তু কেন এমন হচ্ছে? প্রশাসনের নজরে কি আসছে না? তারা কি কোনো পদক্ষেপ নিচ্ছে না? প্রশ্ন তুলে যান চলাচল নিয়ন্ত্রণের দাবি বাসিন্দাদের। কোন জাতীয় সড়কের কথা বলা হচ্ছে?

Advertisements

মৃত্যু ফাঁদ হয়ে ওঠা এই জাতীয় সড়ক হল পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক (Purulia-Barakar Road)। যা নিতুরিয়া থানার অন্তর্গত। আর এই রাজ্য সড়কের উপর দিয়েই ট্রাকের ধাক্কায় পরপর ৩ মাসে মৃত্যু হয়েছে ৭ জনের। পাশাপাশি জখম হন বেশ কয়েকজন মানুষ। বারংবার অভিযোগ উঠতেই যান নিয়ন্ত্রণে প্রশাসনের কড়া পদক্ষেপের দাবি তুলেছেন বাসিন্দারা।

Advertisements

টানা তিন মাসের মধ্যে ১০ই এপ্রিল পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের (Purulia-Barakar Road) বড়তোরিয়া গ্রামে মৃত্যু হয় এক যুবকের। ট্র্কের ধাক্কায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ঠিক তার পরের মাসে ১১ই মে অনিয়ন্ত্রিত ট্রাকের ধাক্কায় যখম হন দুই পরিবারের ৮ থেকে ১০ জন ব্যক্তি। যার মধ্যে মৃত্যু হয় দুই পরিবারের ৫জনের। আবার ৫ই জুন একইভাবে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক শ্রমিকের। তবে প্রতিবারই গর্জে ওঠে বাসিন্দারা। তবে এই ৭ ব্যক্তির মধ্যে ১১ই মে মৃত জওহরলাল মুর্মু ছিলেন বিপিটিএ এবং অবসরপ্রাপ্ত শিক্ষক গঠনের সক্রিয় সদস্য। তাই তার স্মরণসভাতেও কমিটির সদস্য তিনকড়ি মন্ডল বলেন, পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে প্রায়ই এই দুর্ঘটনা ঘটে চলেছে। তাই প্রশাসনের কাছে যান নিয়ন্ত্রণের দাবি জানানো হচ্ছে। পাশাপাশি মৃত্যুকে ঘিরে দীর্ঘদিন ধরে পথ অবরোধ করা হয়। অভিযোগ ওঠে শুধুই বড় দুর্ঘটনা নয়, প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটে চলেছে এই রাজ্য সড়কে। তাই বারংবার যান নিয়ন্ত্রণের দাবি ওঠে বাসিন্দাদের তরফে।

Advertisements

আরও পড়ুন ? Urban Ropeway Project: জাতীয় সড়ক, রেলপথের এবার নতুন অধ্যায় লিখতে চলেছে কেন্দ্র! ভ্যালভ্যাল তাকিয়ে দেখবে বিশ্ব

কেন এমন ঘটছে? এই বিষয়ে নিতুরিয়া বাসিন্দা সহ নিতুরিয়া এসইউসি নেতা নবনী চক্রবর্তীর উক্তি, পুরুলিয়ার কয়লাখনি অঞ্চল নিতুরিয়ায় শিল্প গড়ে তোলে। যে কারণে এই সড়কের উপর দিয়ে বেড়েছে পণ্য পরিবহনের যাতায়াত। পাশাপাশি সড়কের উপর কলকারখানাগুলি গঠিত হওয়ায় রাস্তার উপরে দাঁড়িয়েই পণ্য পরিবহণ করছে ট্রাকগুলি। তাই ক্রমশই নিতুরিয়া এলাকা মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে। অপরদিকে অভিযোগ উঠছে অনেক ট্রাকে চালকের পরিবর্তে খালাসিরাই ট্রাক চালাচ্ছে। ফলে দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ। তাই নিতুরিয়াবাসীর দাবি গাড়িচালকদের লাইসেন্স খতিয়ে দেখা হোক। তারা কি অবস্থায় গাড়ি চালাচ্ছে এসব বিষয় খতিয়ে দেখা হোক। তা না হলে আগামী দিনে এই এলাকার পরিস্থিতি আরো ভয়ংকর হবে। কিন্তু প্রশাসন তরফে দায় সারা কাজ করছে। তারা কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করছে না। তাই যান নিয়ন্ত্রণের দাবি তুলে প্রশাসনকে করা পদক্ষেপ নেওয়ার দাবি তুলল নিতুরিয়াবাসী।

এ প্রসঙ্গে প্রশাসনের কি বক্তব্য? রঘুনাথপুরের এসডিও তামিলওভিয়া এস বলেছেন, তারা খুব শীঘ্রই কড়া পদক্ষেপ গ্রহণ করবেন। ইতিমধ্যে পথ দুর্ঘটনাগুলোর কারণগুলি খতিয়ে দেখতে উদ্যোগী হয়েছে প্রশাসন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ, প্রশাসন, পরিবহণ দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করার। তারপরেই চিহ্নিত করা হবে দুর্ঘটনার কারণ এবং দুর্ঘটনা প্রবণ এলাকাগুলি। তারপরেই নেওয়া হবে কড়া পদক্ষেপ। যা জানিয়েছে প্রশাসন।

Advertisements