Advice of Geeta: গঙ্গা স্নানেও ধোয়া যায় না এই মহাপাপ! করে থাকলে একবার চোখ বুলিয়ে নিন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Bathing in the Ganges does not get rid of this sin: গঙ্গা হল ভারতের সবথেকে পবিত্র নদী। পৃথিবীর মানবজাতির পাপ মুক্ত করার উদ্দেশ্যে স্বর্গের নদী গঙ্গার মর্ত্যে অবতরণ ঘটে। হিন্দুদের পবিত্র নদী গঙ্গার স্থান স্বয়ং মহাদেবের জটায়। হিন্দুদের স্থির বিশ্বাস হল গঙ্গাজলের স্পর্শে মানুষের সবরকম পাপ ধুয়ে যায়। কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে (Advice of Geeta), এই জগতে এমন কিছু পাপ আছে যা গঙ্গা স্নান করলেও ধুয়ে যায় না।

Advertisements

মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের কথা সবাই কমবেশি জানে। কিন্তু এই যুদ্ধ শুরুর ঠিক আগে দিগভ্রষ্ট অর্জুনকে শ্রীকৃষ্ণ গীতার জ্ঞানের মাধ্যমে বাস্তব জীবনের সঠিক দিশা দেখিয়েছিলেন। মানব জীবনের প্রতিটি অধ্যায় এর ক্ষেত্রে গীতার জ্ঞান (Advice of Geeta) এবং পরামর্শ খুবই উপকারী এবং কার্যকরী। শ্রীমদভগবত্‍ গীতা হলো হিন্দুদের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ। গীতার মাধ্যমে বাস্তব জীবনের সঠিক জ্ঞান লাভ করা যায় এবং সঠিক ও ভুল জিনিসের মধ্যে পার্থক্য করতে শেখায় গীতার বাণী।

Advertisements

শ্রীমদভগবত গীতা হিন্দুদের ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দিতে সাহায্য করে। মানব জীবনের সব রকম সমস্যার সমাধান পাওয়া যাবে গীতার পরামর্শ এবং বাণীতে। সব রকম প্রশ্নের উত্তর একমাত্র আছে গীতার বিভিন্ন শ্লোকের মধ্যে (Advice of Geeta)। গীতায় কর্মফলের কথা বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে, ভালো কর্ম করলে এই জীবনে তার ফল লাভ হবে অবশ্যই। তেমনি আবার খারাপ কর্ম করলে সেই ফল ভোগ করতে হবে মানুষকে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কয়েকটি মহাপাপের কথা বলেছেন। যদি আপনি এই পাপকাজ করেন তাহলে গঙ্গাস্নানেও সেই পাপমুক্ত হবেনা আপনার। এর ফল আপনাকে ভোগ করতে হবে। মা গঙ্গাতে স্নান করে সেই পাপ আপনার ধুয়ে যাবে না কোনোভাবেই।

Advertisements

যারা গীতার পরামর্শ (Advice of Geeta) এবং বাণী অনুযায়ী কাপুরুষ ও দুর্বল এবং সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিতেই পছন্দ তারা কোনদিন জীবনে উন্নতি করতে পারে না। আবার এমন কিছু মানুষ আছেন যাদের আত্মবিশ্বাসী ও ইচ্ছাশক্তি প্রবল এবং তারা ভাগ্যের উপর সবকিছু ছেড়ে না দিয়ে পরিশ্রমের উপর বিশ্বাস করে। গীতায় শ্রীকৃষ্ণ বলে গেছেন যে, মানুষের যেকোনো কাজ করার পূর্বে ভগবানকে নিবেদন করা উচিত। যার ফলে মানব জীবন হয়ে উঠবে ভারমুক্ত। শ্রীকৃষ্ণ পরামর্শ দিয়েছেন যে, জীবনে চলার পথে একলা চলার অভ্যাসও করতে হবে। কারণ আমি সিংহাসনে বসি কিংবা শ্মশানে যাই পাশে কেউই থাকবে না।

এছাড়া শ্রীকৃষ্ণ গীতায় পরামর্শ দিয়েছেন যে, মানুষ যে পাপ করে ফেলে তা অবশ্যই গঙ্গা স্নানে চলে যায়, এমনকি এসব পাপের জন্য ক্ষমা করে দেন স্বয়ং ঈশ্বরও। তবে আপনি যদি জেনে-বুঝে, পরিকল্পনা করে কোন রকম পাপ করে থাকেন তাহলে তার শাস্তি চরম। গঙ্গা স্নান করেও যার হাত থেকে মুক্তি নেই। গীতায় বলা আছে, যখন মানুষ জেনে বুঝে লুকিয়ে কোন খারাপ কাজ করেন তখন আশেপাশে ভালোভাবে লক্ষ্য করে নেয়। সবদিকে তাকালেও ওপরের দিকে তাকাতে ভুলে যায় তারা। ভগবান শ্রীকৃষ্ণের মত অনুযায়ী, কাউকে দেখানোর জন্য কোন কিছু করা উচিত না। কারণ আপনি ভেতর থেকে কেমন ধরনের মানুষ তা ভগবান অবশ্যই জানতে পারবেন।

Advertisements