Avoid these five mistakes to reach the pinnacle of success: চাণক্য ছিলেন প্রাচীন ভারতের বিখ্যাত দার্শনিক, কূটনীতিক ও অর্থনীতিবিদ। নিজের তুখড় পাণ্ডিত্য, বাস্তববোধ ও কূটনীতির জ্ঞান দ্বারা সাধারণ একজন ব্যক্তি থেকে হয়েছিলেন মঘধের সম্রাটের প্রধানমন্ত্রী। তিনি কৌটিল্য নামেও পরিচিত ছিলেন। তার লেখা বিখ্যাত বই অর্থশাস্ত্রতে অর্থনীতি ছাড়াও বাস্তব জীবনে কিভাবে উচ্চতার শীর্ষে পৌঁছাতে হয় তিনি সেই ব্যাখ্যা দিয়ে গেছেন। আচার্য চাণক্য বারবার সাবধান করেছেন জীবনে সফল (Chankaya Neeti for Career) হতে চাইলে ভুলেও করবেন না এইসব কাজ। হাজার পরিশ্রম করার পরও যদি এইসব করেন তাহলে জীবনে সবই বৃথা।
চাণক্য নীতি (Chankaya Neeti for Career) অনুসারে, জীবনে সর্বদাই অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। সব জিনিস নিজের অভিজ্ঞতা থেকে শেখা যায় না, তাহলে জীবনের অনেক মুল্যবান সময় নষ্ট হয়ে যাবে। অবশ্যই অন্যের ভুল থেকেও আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন এবং সেই ভুল করা এড়িয়ে চলতে হবে।
চাণক্য সর্বদাই বলেছেন যে, আপনি নিজের কেরিয়ারে (Chankaya Neeti for Career) সফল হওয়ার জন্য যেসব পরিকল্পনা করেছেন, তা ভুলেও অন্যের কাছে প্রকাশ করবেন না। সে ব্যক্তি আপনার যতই ঘনিষ্ঠ হোক না কেন আপনি নিজের পরিকল্পনার কথা তার কাছে ব্যক্ত করবেন না। এমনটা হতেই পারে সেই পরিকল্পনা জেনে নিয়ে অন্য লোকে তার সুযোগ নিতে পারে এবং আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াবে। অন্য কেউ আপনার পরিকল্পনা কাজে লাগিয়ে নিজে উন্নতির শিখরে পৌঁছাতে পারে।
অনেকের জীবনে এমন সময় আসে, যখন তাদের আর্থিক ক্ষতি বা পারিবারিক ক্ষতির মুখে পড়তে হয়। এই কঠিন পরিস্থিতিতে আত্মবিশ্বাস অনেকেই টাল খেয়ে যায়। কিন্তু আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিলে তার প্রভাব পড়বে আপনার কেরিয়ারেও (Chankaya Neeti for Career)। তাই জীবনে যত বিপর্যয় হোকনা কেন মনোবল হারালে চলবে না। মনের জোর হলো জীবনের সবথেকে বড় বন্ধু। হাল না ছেড়ে লক্ষ্য অর্জনের পথে একটা রাস্তা বন্ধ হয়ে গেলেও আরও বহু রাস্তা খুলে যেতে পারে।
চাণক্য নীতি (Chankaya Neeti for Career) অনুসারে, মানুষের মুখের কথায় বিশাল জোর আছে। কাউকে কিছু বলার আগে বহু বার ভেবে নিয়ে বলতে হবে। কড়া কথা কখনই বলবেন না বরং কথায় আনুন মিষ্টতা। এটি আপনাকে সাফল্যের অনেক কাছাকাছি পৌঁছে দেবে। এছাড়া, সাফল্য তাড়াতাড়ি পেতে কখনও ভুল পথে হাঁটবেন না। চাণক্য বলেছেন, সহজ এবং অনৈতিক উপায়ে পাওয়া সাফল্য বেশিদিন স্থায়ী হয় না। ভুল পথে অর্জন করা সাফল্য মানুষকে খুশি করতে পারেনা।