Chanakya Neeti: এই তিনটে কথা কখনই স্বামীকে বলবেন না! তাহলেই ঘটবে সম্পর্কে ভাঙন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Never say these three things to your husband, then relationship will break up: ভারতের বিখ্যাত অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ চাণক্যর পরামর্শ বর্তমান প্রজন্মেও বহু কাজে লাগে। সাধারণত স্বামী ও স্ত্রী হয় একে অপরের পরিপূরক কিন্তু যদি কিছু কথা স্বামীর কাছে প্রকাশ করা হয় তাহলে সম্পর্কে অবনতি ঘটতে পারে। চাণক্য নীতি (Chanakya Neeti) অনুসারে কিছু কথা স্বামীর থেকে গোপন রাখা শ্রেয়। যদি কোন কারণে সেই সব কথা উল্লেখ করা হয় তাহলে জীবনে নেমে আসবে নানারকম সমস্যা। দেখে নিতে হবে কোন কোন কথা কখনোই স্বামীর কাছে বলা উচিত নয়।

Advertisements

চাণক্য নীতি (Chanakya Neeti) অনুসারে, বিবাহের পর মহিলাদের কখনোই শ্বশুরবাড়ির সম্পর্কে খারাপ কথা বাপের বাড়িতে এবং বাপের সম্পর্কে কোন কথা শ্বশুরবাড়িতে না বলাই ভালো। এমনকি স্বামীর কাছেও যেন এই বিষয়ে কোনো রকম আলোচনা না করা হয়। এর ফলে দেখা দিতে পারে দুই পরিবারের মধ্যে সমস্যা এবং যার প্রভাব পড়বে দাম্পত্য জীবনে। স্বামী স্ত্রীর সম্পর্ক আরও তিক্ত হয়ে যাবে।

Advertisements

সব সময় দান করলে তা প্রচার করতে নেই। কথায় আছে দানের ফল আপনি তখনই পাবেন যখন এক হাতের দান অন্য হাতের কাছে কোন খবর থাকবে না। যদি স্ত্রী কোন কারনে দান করে তাহলে সেই খবর যেন কোনোভাবেই স্বামীর কাছে না পৌঁছায় এমনটাই বলেছেন পন্ডিত চাণক্য (Chanakya Neeti)। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্ত্রীর সব সময় উচিত স্বামীর এবং নিজের উপার্জনের কিছু অংশ সঞ্চয় করা। কিন্তু সেই খবর যেন কোনভাবে স্বামীর কাছে না পৌঁছায়। অর্থ সঞ্চয় করলে বিপদের সময় তা আপনার কাজে আসবে না হলে সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যাবে।

Advertisements

চাণক্যের (Chanakya Neeti) পরামর্শ অনুযায়ী দাম্পত্য জীবন সুখী করতে কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে। স্ত্রীদের উচিত নিজের স্বামীর সামনে অন্য কোন পুরুষের প্রশংসা না করা। এতে দাম্পত্য জীবন সুখের হবে না কারণ স্বামীদের মান-সম্মানের আঘাত দেওয়া হয়। বিষয়টি স্বামীদের ক্ষেত্রেও প্রযোজ্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দাম্পত্য জীবনে অবশ্যই পালনীয়, স্বামী-স্ত্রীর উভয়ের ব্যবহার যেন নম্র হয়। নম্রতা দিয়ে যেকোনো আচরণ করলে তা সম্পর্কের পক্ষেও ভালো এবং রাগ-অভিমান তাড়াতাড়ি দূর হয়ে যায়।

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যা দাম্পত্য জীবন সুখী করতে কাজে আসে সেটি হল রাগ নিয়ন্ত্রণ। আচার্য চাণক্য সব সময় বলেছেন যে, স্বামী স্ত্রী উভয় যদি নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে দাম্পত্য জীবন সুখী হবে। কিন্তু নিজের রাগের উপর যদি কোন নিয়ন্ত্রণ না থাকে তাহলে সম্পর্কে ফাটল ধরা অনিবার্য।

Advertisements