নিজস্ব প্রতিবেদন : চলতি বছর শুরুর দিকেই গোয়ায় হয়েছে বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে গোয়া দখল করতে কোমর বেঁধে নেমে পড়েছিল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল। তৃণমূল ছাড়াও এখানে নিজেদের ক্ষমতা কায়েম রাখতে লড়াইয়ে নেমেছিল বিজেপি, আম আদমি পার্টি, কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল। এই সকল রাজনৈতিক দল তাদের ক্ষমতা কায়েম রাখার জন্য সৈকত রাজ্যে ঢালাও খরচ করেছে।
গোয়ার বিধানসভা নির্বাচনে তৃণমূল সেই ভাবে ফলাফল করতে না পারলেও খরচের দিক দিয়ে ডাহা হারিয়ে ফেলেছে বিজেপিকে। নির্বাচন কমিশন সূত্রে এমনই জানা যাচ্ছে। গোয়ায় শাসক দল হয়ে ওঠার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে প্রায় তিনগুণ বেশি খরচ করেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, গোয়া নির্বাচনে তৃণমূল কংগ্রেস খরচ করেছে মোট ৪৭ কোটি ৫৪ লক্ষ টাকা। সেই জায়গায় গোয়ার শাসকদল বিজেপির খরচ হয়েছে ১৭ কোটি ৭৫ লক্ষ টাকার একটু বেশি। অর্থাৎ বিজেপির তুলনায় প্রায় তিনগুণ বেশি খরচ করেছে তৃণমূল। যদিও খরচের দিক দিয়ে তিনগুণ এগিয়ে থাকলেও ফলাফলে কোন সুবিধা করতে পারেনি তৃণমূল।
তৃণমূল ছাড়াও গোয়ার এই বিধানসভা নির্বাচনে বিজেপি খরচ করেছে ১৭.৭৫ কোটি টাকার কিছু বেশি। খরচের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস। তারা খরচ করেছে ১২ কোটি টাকার কিছু বেশি। খরচের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দিল্লির কেজরিওয়ালের আম আদমি পার্টি। তারা খরচ করেছে ৩.৫ কোটি টাকার কিছু বেশি। এনসিপি গোয়া বিধানসভা নির্বাচনে খরচ করেছে ২.৭৫ কোটি টাকার কিছু বেশি। জাতীয় স্তরের রাজনৈতিক দলগুলির মধ্যে সবচেয়ে কম খরচ করেছে শিবসেনা। তারা খরচ করেছে মাত্র ৯২ লক্ষ টাকা।
গোয়ার এই বিধানসভা নির্বাচনে বিজেপি সবচেয়ে বেশি আসন পেয়ে সরকার গঠন করার পাশাপাশি এই নির্বাচনে কেজরিওয়ালের আম আদমি পার্টি দুটি আসন জিততে সক্ষম হয়েছে। তবে অন্যান্য রাজনৈতিক দলগুলি গোয়া বিধানসভা নির্বাচনকে ঘিরে আসার আলো দেখলেও কেউ কোনো রকম ভাবেই সুবিধা করতে পারেনি।