Helmet New Rules: বর্তমানে বাইক, গাড়ি, স্কুটি অহরহ দেখা যায় রাস্তায়। ঘরে ঘরে আর কিছু থাকুক না থাকুক বাইক বা স্কুটি প্রায় প্রতিটি ঘরে থাকবে। আর তার ওপর দিন দিন বেড়ে যাচ্ছে দুর্ঘটনার সংখ্যা। এই দুর্ঘটনার পেছনে প্রধান কারণ হচ্ছে বিশৃঙ্খলভাবে বাইক, স্কুটি নিয়ে রাস্তায় চলাফেরা করা অথবা মদ্যপান করে গাড়ি চালানো। তার উপর মাথায় থাকে না হেলমেট। যার ফলে প্রাণ যাচ্ছে বহু মানুষের। সম্প্রতি কয়েক বছর ধরেই হেলমেট পড়া বাধ্যতামূলক করে দিয়েছে সরকার। তবে এবার হেলমেট নিয়ে নতুন নিয়ম (Helmet New Rules) এনে আরো কড়াকড়ি হতে দেখা গেল সরকারকে।
গত বৃহস্পতিবার এক জরুরি বৈঠক বসে পরিবহণ দপ্তরে। সেই বৈঠকে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম সহ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। কলকাতার রাস্তায় দুর্ঘটনা যেন রোজকার খবর হয়ে উঠছে। তাই এই দুর্ঘটনা রুখতে এবং নিরাপত্তা বাড়াতে এই বৈঠক ডাকা হয়। মাথায় হেলমেট থাকলে দুর্ঘটনা থেকে অনেকাংশে বেঁচে ফেরা সম্ভব হয়। তার কারণ প্রথমেই মাথাতেই আঘাত লাগে। তাই এবার হেলমেট নিয়ে নয়া নিয়ম (Helmet New Rules) চালু করতে চলেছে পরিবহন দপ্তর।
আরো পড়ুন: ট্রাম ডিপো নিয়ে বড় চক্রান্ত! তৈরি হবে বড় বড় ফ্ল্যাট-শপিংমল-ক্যাফে আর কি কি
এখন খুব অল্প দামের অনলাইন বা অফলাইনে হেলমেট পাওয়া যায়। কিন্তু সেই সমস্ত হেলমেট পড়লে হবে না। সরকার থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যেমন তেমন মানের হেলমেট পরলে তা সোজা বাতিল করে দেওয়া হবে। কেমন করতে হবে তারও নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের নিয়মানুসারে হেলমেটে থাকতে হবে – Indian standard 4151:2015।
আরো পড়ুন: পুরাতন মালদহে এক অভূতপূর্ব সিদ্ধান্ত, আবর্জনার জন্য এবার গুনতে হবে ট্যাক্স, শুরু ডিসেম্বর থেকে
যদিও এই নিয়ম নতুন নয়। প্রথম থেকেই রাজ্য সরকার তথা পরিবহন দপ্তর হেলমেটের ক্ষেত্রে সর্বদা Indian standard 4151:2015 মেনে হেলমেট কেনার নির্দেশ দিয়েছিল। কিন্তু কিছু মানুষ নিয়ম অনুসারে চললেও বহু বাইক আরোহীরা যেমন তেমন মানের হেলমেট পড়ে রাস্তায় সচারচর ঘুরতে থাকে। তাতে দুর্ঘটনা ঘটলেও কোন লাভ হয় না। তাই এবার বেশ কড়া ভাবে বলেছেন যে যদি কেউ হেলমেট নিয়ে এই নয়া নিয়ম (Helmet New Rules) না মেনে চলে তবে কঠোর শাস্তি দেওয়া হবে সরকার থেকে।
শুধুমাত্র যিনি বাইক চালাচ্ছেন তার মাথায় হেলমেট থাকতে হবে তেমনটি নয়। পেছনে যে বসে থাকবেন তার মাথাতেও অবশ্যই হেলমেট থাকা দরকার। এছাড়া যদি বাইকে কোন বাচ্চা থাকে চার বছরের বেশি হলে সেই বাচ্চার মাথাতেও অবশ্যই হেলমেট থাকতে হবে। একটি বাইকে ৩-৪ জন মিলে একসঙ্গে রাস্তা দিয়ে যাওয়া যাবে না। এই সমস্ত পদক্ষেপে নেওয়া হয়েছে দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য।