Weather Alert: পশ্চিমবঙ্গে শীত আসতে এখনও কিছুদিন বাকি, জানালো আবহাওয়া দপ্তর। অক্টোবর মাস শেষ। নভেম্বর শুরু হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত শীতের কোনো প্রভাবই লক্ষ্য করা যাচ্ছে না। বরঞ্চ বেশ রোদ এবং গরমই লক্ষ্য করা যাচ্ছে। যার কারণে রীতিমতো চিন্তায় রয়েছে আবহাওয়াবিদরা। তাদের মতে গত ১২৪ বছরে এমন ঘটনা ঘটতে দেখা যায়নি। ১২৪ বছরের মধ্যে সব থেকে উষ্ণতম অক্টোবর মাস হিসেবে চিহ্নিত করা হয়েছে ২০২৪ এর অক্টোবর মাসটিকে।
এই বছর অক্টোবর মাসে ভারতবর্ষের গড় তাপমাত্রা ছিল ২৬.৯২° সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.২৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। ১৯০১ সাল থেকে ২০২৪ সালের মধ্যে অক্টোবর মাসে এত বেশি তাপমাত্রা এইবারই প্রথম। এই পরিস্থিতিতে কবে শীত নামবে তা এখনই সঠিকভাবে বলতে পারছে না আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে তাপমাত্রার পরিমাণ তিন থেকে চার ডিগ্রি নামতে পারে বলে জানা গেছে (Weather Alert)।
আরো পড়ুন: দানার পরেই চোখ রাঙ্গাচ্ছে নতুন ঘূর্ণিঝড়, কবে আসছে জানুন বিস্তারিত
আবহাওয়া দপ্তর জানিয়েছিল (Weather Alert) নভেম্বরের শুরুর দিক থেকেই কলকাতার আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। তবে এখনো পর্যন্ত তেমন কোন পরিবর্তন দেখা যায়নি। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬° সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার সকাল থেকে নূন্যতম তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনা ২ ডিগ্রী বেশি। তবে মঙ্গলবার অর্থাৎ আজ থেকে বৃহস্পতিবার এর মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও থাকতে পারে।
আরো পড়ুন: বঙ্গোপসাগরে ফের দেখা দিতে পারে সাইক্লোন, তৈরি হচ্ছে সাইক্লোনিক সার্কুলেশন
দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতে বর্তমান তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বেশি। শীত কবে পড়বে? সেই অপেক্ষাতে রয়েছেন বেশিরভাগ মানুষ। আবহাওয়া দপ্তরের মত অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে (Weather Alert)। সোমবার অব্দি বৃষ্টিপাতের কোন সম্ভাবনা না থাকলেও, মঙ্গলবার অথবা বুধবারের মধ্যে অর্থাৎ আজ অথবা কাল বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা থাকতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তৃত এলাকায়।
তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া (Weather Alert) একটু অন্যরকম। উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকাতে রবিবার থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ইত্যাদি এলাকায় কাল পরশু হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবারের পর থেকে উত্তরবঙ্গের বিস্তৃত এলাকা জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। আবহাওয়ার তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।