Weather Update: বঙ্গে এখনও শীতের আমেজ শুরু হয়নি। হেমন্তকাল এবং নভেম্বর মাসের প্রথম দিকে কখনোই এ রাজ্যে শীত আসে না। কিন্তু কালীপুজো এবং ভাইফোঁটা শেষ হতেই বঙ্গবাসী খোঁজ নিতে শুরু করে কবে শীত পড়বে এ রাজ্যে? গরমকাল কাটতে না কাটতেই সকলেই অপেক্ষা করে থাকে শীতের জন্য। কিন্তু আবহাওয়ার সঙ্গে মানুষের চাহিদার কোন মিল নেই, আবহাওয়া চলবে তার গতিতে। শীতের আমেজ নিতে চাইলেও সেই সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। শীত আসতে এখনো ঢের দেরি। আর কতদিন অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে? কি বলছে হাওয়া অফিস?
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে হতে পারে আবহাওয়াতে বিশেষ পরিবর্তন। পুরোপুরি জাঁকিয়ে শীত না পড়লেও কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে ভোরের দিকে দেখা যাবে কুয়াশা। সকালবেলা শীতের হালকা আমেজ পেলেও বেলা বাড়ার সাথে সাথে সেটা আর থাকবে না।
আরো পড়ুন: ২০০৯ এ শিলান্যাসের পর অবশেষে ২০২৪-এ এসে বাস্তবায়িত হতে চলেছে রেললাইন সম্প্রসারণ
আবহাওয়া অফিস আরো জানিয়েছে যে, চার পাঁচ দিনের মধ্যে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। এই সপ্তাহ আকাশ পরিষ্কার থাকবে এমনটাই পূর্বাভাস দিয়েছে (Weather Update) আবহাওয়া অফিস। তবে উপকূলবর্তী জেলাগুলোতে হয়তো হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতেও।
আরো পড়ুন: রেশন দোকানে চালু হল নতুন নিয়ম, না জানলে জেনে নিন এখনই
আশা করা যাচ্ছে ১৪ই নভেম্বরের পর থেকে আবহাওয়া বদলাতে পারে। হয়তো উত্তুরে হাওয়া ঢোকার অনুকূল পরিবেশ তৈরি হবে খুব শীঘ্রই। সেই কারণেই হয়তো বঙ্গবাসী শীতের আমেজ কিছুটা হলেও অনুভব করতে পারে। তবে কতদিন এমন থাকবে সে ব্যাপারে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। নভেম্বরের ২১ তারিখের পর সর্বোচ্চ ও সর্বনিম্ন পারদ (Weather Update) নামতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যার অবস্থান এখন দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে। ধীরে ধীরে তা এগোতে থাকবে দক্ষিণ বঙ্গোপসাগরের পশ্চিম দিকে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলের দিকে। আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, সচরাচর বৃষ্টির কোনো রকম সম্ভাবনা পশ্চিমবঙ্গে নেই।