Weather Update: দক্ষিণবঙ্গবাসীদের জন্য অপেক্ষার পালা এবার শেষ হতে চলেছে! শীতের বাতাস এসে পৌঁছাতে আর বেশি সময় বাকি নেই। আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট (Weather Update) অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল, সেটি আজকের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। তবে ভালো খবর হলো, এই ঘূর্ণাবর্তের কারণে বাংলায় সরাসরি কোনো প্রভাব পড়বে না। তবে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আজ, শনিবার, দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকালে কিছুটা কুয়াশা বা ধোঁয়াশা দেখা যেতে পারে, তবে বেলা বাড়তেই রোদ ঝলমলে আকাশে সূর্যের ঝিলিক পড়বে। কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে, রবিবার এবং সোমবার, বিশেষ করে জগদ্ধাত্রী পুজোর নবমী ও সোমবার উপকূলীয় কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা (Weather Update) রয়েছে।
আরো পড়ুন: নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা বাংলায়! আগামী কয়েক দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
এখন আসল চমক! আলিপুর আবহাওয়া দফতরের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন, ১৫ ই নভেম্বরের পর থেকে আবহাওয়ার এক বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে। ওই সময় থেকেই উত্তুরে হাওয়ার প্রবাহ শুরু হবে, যা শীতের প্রাক্কালে তাপমাত্রা কমাতে শুরু করবে। ইতিমধ্যেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে, যার ফলে ভোরে এবং সকালের দিকে কুয়াশার দৃশ্য দেখা যাচ্ছে। এই কুয়াশার মধ্যে শীতের আগমনের ইঙ্গিত স্পষ্ট।
আরো পড়ুন: নভেম্বরে কি পাওয়া যাবে শীতের আমেজ, কি বলছে হাওয়া অফিস
পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে যেমন ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া ইতিমধ্যেই শীতের কিছু অনুভূতি পাচ্ছে। সেখানকার মানুষজন শীতের আসন্ন আগমনের পরিস্ফুট ইঙ্গিত অনুভব করছেন। তবে, দক্ষিণবঙ্গের অন্যান্য অঞ্চলে শীতের অনুভূতি এখনও পুরোপুরি আসেনি। তবে ১৫ ই নভেম্বরের পর শীত আসতে শুরু করলে, পুরো দক্ষিণবঙ্গ জুড়ে শীতের তীব্রতা অনুভূত হবে।
এদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Update) বেশ শান্ত থাকবে। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় কিছু হালকা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই। সেখানকার তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। তবে শীতের আগমনের সাথে সাথে উত্তুরে হাওয়ার প্রবাহ উত্তরবঙ্গেও অনুভূত হবে। ১৫ ই নভেম্বরের পর শীত আসবে পুরোপুরি, আর তারই সাথে বাংলার আকাশে শীতের স্নিগ্ধ ছোঁয়া ছড়িয়ে পড়বে। শীতের আসন্ন আগমনে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলে যাবে, আর তাতে শীতপ্রেমীরা পেতে চলেছেন কাঙ্ক্ষিত শীতের অনুভূতি। ১৫ ই নভেম্বরের পর শীতের আসন্ন আগমনে প্রস্তুত থাকতে হবে সবাইকে!