রাতে বাড়িতে ঘুমন্ত অবস্থায় অ্যাসিড হামলার শিকার, হাসপাতালে চিকিৎসাধীন যুবতী

নিজস্ব প্রতিবেদন : গভীর রাতে বাড়িতে ঘুমন্ত অবস্থায় অ্যাসিড হামলার শিকার এক যুবতী। ঘটনার সময় ওই যুবতী তার নিজের ঘরে ঘুমিয়েছিলেন। তখনই হামলা হয় তার উপর, ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে রামপুরহাটের ৪ নং ওয়ার্ডের মাল পাড়ায়। যুবতীর বয়ান অনুযায়ী জানা গিয়েছে, রাতে যুবতী যে ঘরে ঘুমাচ্ছিলেন, সেই ঘরের জানলা খোলা ছিল। ঠিক সে সময় কেউ বা কারা বাল্বের মধ্যে অ্যাসিড ভরে জানলা দিয়ে তার গায়ে ছুঁড়ে দেয়। ভাগ্যবশত ওই অ্যাসিড যুবতীর মুখে লাগেনি, লেগেছে বাঁ হাতের বিস্তীর্ণ অংশে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রামপুরহাট থানায় খবর দিলে পুলিশ এসে ওই যুবতীকে রামপুরহাট মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যায়।

অ্যাসিড আক্রান্ত যুবতী জানান, “রাতে আমি যখন ঘুমাচ্ছিলাম, তখন জানলা দিয়ে কিছু একটা এসে আমার গায়ে পড়ে। তারপর আমার বাঁ হাতের বিভিন্ন জায়গা তীব্র জ্বালা করতে শুরু করে, ঠিক যেন মনে হচ্ছে সবকিছু পুড়ে যাচ্ছে। বিছানার উপর দেখতে পায় কাঁচের টুকরো, গোটা ঘর অ্যাসিডের গন্ধে ভরে যায়। আমার মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল তাই মুখে অ্যাসিড লাগতে পারে নি, তবে হাতের অনেকটা অংশ পুড়ে গেছে।”

কিন্তু কেন হঠাৎ করে ওই যুবতীর উপর ঘুমন্ত অবস্থায় অ্যাসিড হামলা করা হলো তা নিয়ে দ্বন্দ্বে সকলে। ঘটনার পর থেকেই পুলিশ হামলাকারীদের খোঁজার চেষ্টা চালাচ্ছে। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেই খবর।