সাইকেল বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে মিঠুন, পর পর গাড়ির ধাক্কা

নিজস্ব প্রতিবেদন : পঞ্চায়েত ভোটের আগে বাংলাকে পাখির যোগ করে নামানো হয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়া এই অভিনেতা এখন বাংলার জেলায় জেলায় সফর করে বেড়াচ্ছেন। এই সফরের মাঝেই শনিবার দুর্ঘটনার কবলে পড়তে হলো তাকে।

শনিবার অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বাঁকুড়া থেকে আসানসোল হয়ে বীরভূমের পথে রওনা দেন। তবে তিনি যখন বাঁকুড়া থেকে আসানসোল রওনা দিয়েছিলেন সেই সময়ই তাকে দুর্ঘটনার কবলে পড়তে হয়। একটি সাইকেল এবং সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে তাকে দুর্ঘটনার কবলে পড়তে হয়। যদিও অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এবং তার সঙ্গী সাথীরা সুরক্ষিত রয়েছেন এবং আসানসোল হয়ে বীরভূমে পৌঁছান।

বাঁকুড়া থেকে আসানসোল হয়ে মিঠুন চক্রবর্তী দুর্ঘটনার কবলে পড়ার পর দুর্গাপুর আসেন এবং সেখান থেকেই বীরভূমের বোলপুরে পৌঁছান। দুর্ঘটনার পর তিনি এবং তার সঙ্গী সাথীরা সুরক্ষিত থাকলেও তাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানা যাচ্ছে। এই পরিস্থিতিতেই মিঠুন চক্রবর্তী পাণ্ডবেশ্বরে সভা করার পর বোলপুরে এসে পৌঁছান। কারণ আগামীকাল বোলপুরে মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করার পাশাপাশি মল্লারপুরে জনসভা করবেন।

শনিবার বিষ্ণুপুরে কর্মসূচি শেষ করার পর যখন তিনি আসানসোলের দিকে যাচ্ছিলেন সেই সময় বাঁকুড়ার তিনমাথা মোড়ে আচমকা তার কনভয়ের সামনে এসে পৌঁছায় একজন সাইকেল আরোহী। সেই সময় তাকে বাঁচাতে গিয়ে মিঠুন চক্রবর্তীর নিরাপত্তার জন্য থাকা একের পর এক গাড়ি ব্রেক কষে। তখনই এমন দুর্ঘটনা বাঁধে।

মিঠুন চক্রবর্তীর কনভয় ব্রেক কোষে ওই সাইকেল আরোহীর প্রাণ বাঁচানোর পাশাপাশি নিজে এবং অন্যান্যরা সুরক্ষিত রয়েছেন। তবে গাড়ির যে অংশ ক্ষতিগ্রস্ত হয় সেই অংশ মেরামতির জন্য আসানসোলে মিস্ত্রি ডেকে পাঠানো হলে তারা জানান অনেক সময় লাগবে। যে কারণে গাড়ি ঠিক না করেই ভাঙ্গা গাড়িতে চড়ে মিঠুন চক্রবর্তীকে বুথ স্তরের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায়।