সাড়ে ৭ লক্ষ ফলোয়ার্স নিয়ে ভোট মাত্র ১৫১৯, কপাল এই প্রার্থীর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে এবার ভরাডুবির সম্মুখীন হতে হয়েছে কংগ্রেসকে। দলের ভরাডুবির পাশাপাশি প্রার্থীদেরও মুখ থুবড়ে পড়তে হয়েছে। এমনই এক প্রার্থী যিনি অভিনেত্রীর পাশাপাশি মিস বিকিনি ইউনিভার্স ইন্ডিয়া, সোশ্যাল মিডিয়ায় সাড়ে ৭ লক্ষের বেশি ফলোয়ার্স হলেও ভোটের মাঠে ভোট পেয়েছেন মাত্র ১৫১৯। কংগ্রেসের প্রার্থী হয়ে এই অভিনেত্রীর জামানত জব্দ।

Advertisements

এই অভিনেত্রী হলেন অর্চনা গৌতম। তিনি দক্ষিণী চলচ্চিত্রের একজন নামকরা অভিনেত্রী হিসেবেই পরিচিত। এবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কংগ্রেসের প্রার্থী হিসাবে হস্তিনাপুর থেকে। এই কেন্দ্র থেকে এবার জয়লাভ করে বিজেপি প্রার্থী দীনেশ। তিনি ১ লক্ষ ৭ হাজার ৫৮৭ ভোট পেয়েছেন। অন্যদিকে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন সমাজবাদী পার্টি যোগেশ ভর্মা। তিনি পান ১ লক্ষ ২৭৫ ভোট।

Advertisements

এই দুই প্রার্থীর ধারে কাছে নেই অর্চনা গৌতম। তবে জনপ্রিয়তার নিরিখে ওই দুই প্রার্থীর তুলনায় কয়েকগুণ এগিয়ে ছিলেন এই তারকা প্রার্থী। অভিনেত্রী হিসাবে জনপ্রিয়তার পাশাপাশি তার ইনস্টাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা ৭ লক্ষ ৫৬ হাজার। তবে এই কংগ্রেস প্রার্থীর নাম তালিকা প্রকাশ হতেই শুরু হয় জোর বিতর্ক। হঠাৎ করে তার পুরাতন বিকিনি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

Advertisements

এই ঘটনার পর অর্চনা সকলকে আর্জি জানিয়ে ছিলেন, যেন সবাই তার পেশা এবং রাজনীতি এই দুটিকে আলাদা ভাবে রাখেন। কিন্তু তিনি যে মন জয় করতে ব্যর্থ হয়েছেন তা স্পষ্ট ভোটের ফলাফলে। যেখানে অন্যান্য কম জনপ্রিয় প্রার্থীরা লক্ষ লক্ষ ভোট পেয়েছেন, সেই জায়গায় জনপ্রিয়তার শিখরে থাকা অর্চনা পেয়েছেন মাত্র ১৫১৯ ভোট। একটি বিধানসভা নির্বাচনে এই সংখ্যক ভোট যে কোনো প্রার্থীর কাছে লজ্জার।

এই অভিনেত্রী তথা মডেল গতবছর কংগ্রেসে যোগ দেন। এর আগে ২০১৪ সালে মিস উত্তরপ্রদেশ এবং ২০১৮ সালে মিস কসমো ওয়ার্ল্ড হয়েছিলেন তিনি। পরে আবার ২০১৮ সালে মিস বিকিনি প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। ২০১৫ সালে বলিউডেও পা দিয়েছেন তিনি। এছাড়াও তেলেগু, তামিল ছবিতেও কাজ করেছেন। তবে জনপ্রিয় এহেন অভিনেত্রী ভোটের ময়দানে একেবারেই ফ্লপ।

Advertisements