তৃণমূল না বিজেপি, রাজনৈতিক অবস্থান নিয়ে ইঙ্গিতপূর্ণ ভিডিও পোস্ট অভিনেতা বিধায়ক হিরণের

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার সন্ধ্যা বেলা থেকেই খড়গপুর সদরের তারকা বিধায়ক অভিনেতা হিরণকে নিয়ে তৈরি হয়েছে জল্পনা। এই জল্পনা তৈরি হয়েছে মূলত একটি ছবি ফাঁস হওয়াকে কেন্দ্র করে। যে ছবিতে দেখা যায় তৃণমূল কার্যালয়ে বসে রয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। এই ছবি ফাঁস হওয়ার পর থেকেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয় এবং তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন এমন দাবি উঠতে থাকে বিভিন্ন মহল থেকে।

তবে উল্লেখযোগ্য বিষয় হল তৃণমূল কার্যালয়ে বসে থাকা হিরণ চট্টোপাধ্যায়ের ছবির পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফ থেকেও কিছু বিবৃতি দেওয়া হয়নি। আবার অভিনেতা তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ও কোনরকম মন্তব্য করেননি। স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হওয়ার পাশাপাশি কৌতুহল বাড়তে শুরু করে।

বঙ্গ রাজনীতিতে হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে যখন জল্পনা আর কৌতুহল তৈরি হয়েছে সেই সময় নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেতা একটি পুরাতন ভিডিও পোস্ট করেন। যে ভিডিওটি বর্তমান এই মুহূর্তের ক্ষেত্রে খুবই ইঙ্গিতপূর্ণ। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তিনি লেখেন, ‘এটি একটি পুরনো ভিডিও, আজকে পোষ্ট করলাম॥’

সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে বিজেপির মঞ্চে বক্তব্য রাখছেন হিরণ চট্টোপাধ্যায়। এটি কাঁথির একটি সভার বক্তব্য রাখার সামান্য কিছু অংশ। যে ভিডিওতে দেখা যাচ্ছে হিরণ চট্টোপাধ্যায় জয় শ্রীরাম ধ্বনি তুলছেন মঞ্চ থেকে এবং সামনে বসে থাকা কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে জয় শ্রীরাম ধ্বনি তোলার আহবান জানাচ্ছেন। সেখানে তাকে বলতে শোনা গিয়েছে, ‘এত জোরে জয় শ্রীরাম শ্লোগান বলুন যাতে সেই আওয়াজ নবান্নের ১৪ তলা পর্যন্ত পৌঁছে যায়।’

হিরণ চট্টোপাধ্যায়ের তৃণমূল কার্যালয়ে বসে থাকার যে ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে সেই ছবি ফিরে যখন তার রাজনৈতিক অবস্থান নিয়ে তৈরি হচ্ছে প্রশ্ন সেই সময় এই ভিডিও ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। এই ভিডিওর মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন তিনি বিজেপিতেই আছেন। যদিও ফাঁস হওয়া ছবির রহস্য এখনো উদ্ঘাটন হয়নি।