বলিউডে শোকের ছায়া, প্রয়াত ইরফান খান

নিজস্ব প্রতিবেদন : হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে গতকাল অর্থাৎ ২৮ তারিখে বলিউডের অন্যতম খ্যাতনামা তারকা ইরফান খান মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে আইসিইউতে ভর্তি হন। কিন্তু এরপরেও আর শেষ রক্ষা হলো না। ২৯ তারিখ অর্থাৎ বুধবার সকাল ১০:৩০ নাগাদ তিনি প্রয়াত হন।

গত সপ্তাহে ইরফান খানের মা সায়েদা বেগম প্রয়াত হয়েছিলেন। লকডাউনের কারণে মায়ের শেষকৃত্য যোগদান করতে পারেননি তিনি। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থাতেই ছিলেন মুম্বইয়ে। ইরফান খান ২০১৮ সাল থেকে নিউরোএন্ডোক্রাইন টিউমার (কোলন ক্যানসার) রোগে ভুগছিলেন। এরপর এক বছর তিনি বিদেশে চিকিৎসা করান। তবে তারপরে কিছুটা সুস্থ হয়ে উঠলেও এদিন সকালে তিনি ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেন।

ইরফান খানের শেষ ছবি মুক্তি পায় চলতি বছর মার্চ মাসে। মার্চ মাসের তার মুক্তি পাওয়া ছবি ‘আংরেজি মিডিয়াম’ কিছুদিন প্রদর্শিত হওয়ার পরেই লকডাউনের কারণে বন্ধ হয়ে। শরীর অসুস্থ থাকার কারণে সেভাবে তাঁকে প্রচারেও দেখা যায়নি। আর শেষবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসার সময় ইরফানের সঙ্গে স্ত্রী ছাড়াও ছিলেন তাঁর দুই পুত্র।

ইরফান খানের জন্ম রাজস্থানের জয়পুরে। তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৯৬৭ সালের ৭ই জানুয়ারি। তাঁর পরিবার এখনও সেখানেই থাকেন। আর সেখান থেকেই তিনি এসেছিলেন দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়াশোনা করতে। এর পরেই পাকাপাকিভাবে যোগ বলিউডে। কিন্তু সেই যুগের অবসান ঘটল মাত্র কয়েক বছরে। মাত্র ৫৩ বছর বয়সে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। আর এত অল্প বয়সে এমন একজন তারকাকে হারিয়ে শোকের ছায়া বলিউডে।

বলিউডের এই খ্যাতনামা তারকাকে আমরা অভিনয় করতে দেখেছি স্লামডগ মিলিনেওয়ার, মকবুল, পান সিং তােমর, হায়দার, গুন্ডে, পিকু, তলােয়ার, হিন্দি মিডিয়ামের মতাে সিনেমায়।