করোনা রুখতে নার্সের কাজে যোগ দিয়ে নজির গড়লেন বলিউড অভিনেত্রী

Madhab Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : বিশ্বব্যাপী শুরু হয়েছে এক মহামারী। করোনাভাইরাসের মারণ থাবায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। করোনা আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব। ভারতে এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা হাজারের ওপর ছাড়িয়েছে। মৃত্যুও ঘটছে অনেকের। করোনার জেরে গোটা দেশ কার্যত লকডাউন আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত।

এই লকডাউনে অনেক মানুষেরই কাজ বন্ধ। কাজ বন্ধ অভিনেতা-অভিনেত্রীদের। শ্যুটিং বন্ধ করে তারা এখন ঘরের মধ্যে বসে আছেন। কিন্তু এক অভিনেত্রী রয়েছেন যিনি শ্যুটিং বন্ধ হওয়ার পর নার্সের কাজ করছেন। এমনটা কি কখনো শুনেছেন? শোনেননি তো? এমনটাই করলেন শিখা মালহোত্রা। শাহরুখ খানের ‘ফ্যান’ ছবিতে শিখাকে আমরা দেখেছি। এ ছাড়াও ‘কাঁচলি’ ছবিতেও শিখা খুব সুন্দর অভিনয় করেছেন। এই শিখা মালহোত্রাই মুম্বইয়ের বাল ঠাকরে ট্রমা সেন্টারে এখন নার্স হিসেবে কর্মরত। কোভিড-১৯ রোগীদের তিনি সেবা করছেন।বিজ্ঞান বিভাগের ছাত্রী শিখা নার্সিং প্রশিক্ষণ নিয়েছিলেন সেই প্রশিক্ষণই এখন কাজে আসছে। আর এমনটা করে তিনি নজির গড়েছেন দেশের সামনে।

অভিনয় করার আগে তিনি দিল্লির সফদরজঙ্গ হাসপাতাল থেকে নার্সিংয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন। আজ দেশের এই চরম সংকটের সময়ে সেবিকা হিসেবে কাজে লাগতে পেরে তিনি গর্বিত। এদিন তিনি সাধারণ মানুষকেও অনুরোধ করেন যে সবাই যেন নিয়ম মেনে চলেন। তবেই আমরা এই অসম লড়াইয়ে জিততে পারবো।

একজন অভিনেত্রী যদি সেবিকা হতে পারেন তাহলে আমরা কেন পারবো না প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কথা শুনে একটু ঘরে থাকতে। দেশ ভক্ত হ‌ওয়ার জন্য এমন একটা সুযোগকেও আমরা হেলায় হারাবো? তাই ঘরে থাকুন। সুস্থ থাকুন।