নিজস্ব প্রতিবেদন : মারণ রোগ ক্যান্সার বাসা বেঁধেছে তার শরীরে। তবে সেই সকল ভয়কে জয় করতে শিখেছেন তিনি। অস্ত্রপচারে বাদ পড়েছে ফুসফুসের অর্ধেক। আবার এখনো ধকল সইতে হচ্ছে কেমোথেরাপির। তবে জীবন কখনো থেমে থাকে না। সে চলে নিজের ছন্দেই। যে কারণে মায়ের সাহসী ফের একবার অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা নিজের ছন্দে ফেরার চেষ্টায়।
ঐন্দ্রিলা বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনয় জগতে পা রাখা কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মধ্য দিয়ে। এর পাশাপাশি তাকে স্টার জলসার ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে লক্ষ্য করা যায়। অন্যদিকে তিনি অভিনয় করেছিলেন সান বাংলার ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে তুলির ভূমিকায়।
এই জনপ্রিয় অভিনেত্রী দীর্ঘদিন ধরেই মারণ রোগ ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। একবার নয়, দু’দুবার তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ডাক্তারি পরিষেবায় এই রোগকে বলা হয়ে থাকে ইউইং সারকোমা। তবে কখনোই হাল ছাড়েননি এই অভিনেত্রী। তার লড়াই চলছে প্রথম থেকেই। তার বেঁচে থাকার অদম্য এই লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন দর্শকরাও।
ঐন্দ্রিলার এই লড়াইয়ে আগাগোড়া পাশে থাকতে লক্ষ্য করা গিয়েছে অভিনেতা সব্যসাচী চৌধুরীকে। জানা যাচ্ছে এই অভিনেত্রীর এখনো কেমোথেরাপি চলবে ডিসেম্বর মাস পর্যন্ত। অস্ত্রোপচার এবং কেমোথেরাপির কারণে শরীরে সেই ভাবে নেই জোর, মাথা ঘোরে পেশার ফল করে।
তবে এসবের মাঝেও থেমে থাকেননি এই অভিনেত্রী। সম্প্রতি দুটি কেমোথেরাপির মাঝে পাওয়া সময়ে শরীর একটু সুস্থ হতেই নেচে ওঠার চেষ্টা চালালেন। সেই ভিডিওটি আপলোড করেছেন তার নিজের সোশ্যাল মিডিয়ায়।