‘অবহেলাতেই কি মৃত্য’, প্রশ্ন তুললেন অভিষেকের নায়িকা পিয়া সেনগুপ্ত

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহের বৃহস্পতিবার সকালে জানাযায় টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন। মধ্যরাতে তিনি বাড়িতে থাকা অবস্থাতেই ইহলোক ত্যাগ করেন। তার মৃত্যুর পর স্তব্ধ হয়ে পড়ে গোটা বাংলা। পাশাপাশি জনপ্রিয় এই অভিনেতাকে ঘিরে নানান প্রশ্ন উঠতে শুরু করে।

Advertisements

অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় তার মৃত্যুতে তাঁকে স্মরণ করতে গিয়ে জানান, “ওর মনে একটা কষ্ট ছিল জানি। সিনেমা থেকে সরে আসাটা কিছুতেই ও মেনে নিতে পারত না। মনে মনে গুমড়ে থাকতো।” আর এবার প্রয়াত এই অভিনেতার নায়িকা পিয়া সেনগুপ্ত অভিনেতার মৃত্যু নিয়ে আরও এক প্রশ্ন ছুঁড়ে দিলেন।

Advertisements

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে লেখা সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “ওর চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছি না। জানতে পেরেছি ও নাকি শেষ মুহূর্তে হাসপাতালে ভর্তি হতে চায় নি। ডাক্তারের তরফ থেকেও ওকে নাকি বলা হয়েছিল হাসপাতালে ভর্তি হওয়ার জন্য। কিন্তু ও কোনো ভাবেই যেতে চায় নি।”

Advertisements

এর পরেই এই নায়িকার প্রশ্ন, “ও যে হাসপাতালে যেতে চায়লো না, আর সবাই সেটা শুনে নিল। আশ্চর্য! অসুস্থ মানুষ মানেই রোগী, পেশেন্ট। রোগীর কথা শোনা হয় না কি এইসব ক্ষেত্রে। জোর করে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ছিল ওকে। কেউ নিয়ে গেল না। না শুটিংয়ের লোকজন, না পরিবারের লোকজন। বড্ড অবহেলা হয়ে গিয়েছে। সেদিন যদি বাড়িতে না নিয়ে গিয়ে শুটিং ফ্লোর থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হত, অভিষেক আজ আমাদের মধ্যে থাকত। এভাবে চিরদিনের মতো চলে যেত না।”

অভিষেক চট্টোপাধ্যায় বুধবার শেষ বারের জন্য শুটিং ফ্লোরে আসেন স্টার জলসা আয়োজিত ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে। সেখানেই তিনি স্ত্রীর সঙ্গেই শেষবারের জন্য শুটিং করেন। শুটিং চলাকালীনই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপর বাড়ি ফিরে আসেন। এরপরেই মধ্যরাতে সকলকে ছেড়ে চলে যান তিনি।

Advertisements