Ranita Das: নতুন বছরেই হারালেন প্রিয়জনকে, মৃত্যুশোকে কাতর হলেন অভিনেত্রী রণিতা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Ranita Das: টেলিভিশনের পর্দায় বাহাকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আঞ্চলিক ভাষায় তার কথা দর্শকদের মন ছুঁয়েছিল অনেক বছর আগেই। এখনো তাকে ভুলতে পারেনি বাংলার সিরিয়ালপ্রিয় জনতারা। টেলিভিশনের একটি পরিচিত মুখ হলো রণিতা দাস, কিন্তু দর্শকমহল তাকে দীর্ঘদিন টেলিভিশনে দেখতে পায়নি। তবে এখন প্রায় ‘ইষ্টিকুটুম’ খ্যাত অভিনেত্রীকে দেখা যায় ওটিটি-র পর্দা আর সোশ্যাল মিডিয়াতেই। কিন্তু রণিতার পরিবারকে নতুন বছরের শুরুতেই পেতে হলো মৃত্যুশোক। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন নায়িকা।

Advertisements

দিদার মারা যাবার খবর শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে শেয়ার করেছেন এই অভিনেত্রী (Ranita Das)। পোস্টটি শেয়ার করে অভিনেত্রী লেখেন, নিরুপমা দেবী অর্থাৎ তার দিদা ২২ দিন ধরে হাসপাতালের বিছানায় কঠিন লড়াই লড়েছেন। তবে শেষরক্ষা হয়নি। দীর্ঘ ১৮ দিন ভেন্টিলেশনে ছিলেন তিনি এবং অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Advertisements

অভিনেত্রী রণিতা (Ranita Das) দিদার মারা যাবার কারণে যথেষ্টই শোকগ্রস্ত এবং নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আবেগঘন পোস্টে দিদাকে স্মরণ করে লেখেন, তার দিদা হাসপাতালে টানা ২২ দিন ধরে সাহসের সঙ্গে লড়াই চালিয়েছে। গত ১২ই ডিসেম্বর থেকে ভর্তি ছিল, ১৮ দিন ভেন্টিলেশনে থাকার পর তার আদরের দিদা (নিরুপমা রায়) সকলকে ছেড়ে চলে গেছে। ওঁনার আত্মার শান্তি পাক।

Advertisements

প্রত্যেকটি মুহূর্তে দিদাকে মনে পড়ছে এই অভিনেত্রীর (Ranita Das)। যেকোনো অনুষ্ঠানে দিদাকে পাশে পেতেন তিনি। ক্রিসমাস থেকে শুরু করে জন্মদিন, নিউ ইয়ারেও দিদা তাদের সঙ্গেই ছিল এমনকি সব প্রশ্নের উত্তরে মাথা নাড়িয়েছিল। যখন হাসপাতালে দিদার হাত ধরে অভিনেত্রী বসে থাকতেন তখন মনে পড়তো ছোটবেলার সমস্ত কথা। ছোটবেলার দিনগুলো সত্যিই খুব সুন্দর ছিল। ছোটবেলা থেকেই দিদার প্রিয় ছিলেন তিনি এবং দিদা তাকে সব সময় আগলে রাখতেন। শর্তহীন ভালোবাসা আর আদরে ভরিয়ে দিত।

আরও পড়ুন:Arijit SinghArijit Singh: স্টেজের ওপর চলছে অরিজিৎ সিং-এর কনসার্ট, দর্শকাসন থেকে এ কী ছোড়া হল

তবে দিদার মৃত্যুর পরও রণিতার মনে একটা স্বস্তি আছে। দিদার সঙ্গে এতদিন বাদে পরপারে গিয়ে দেখা হবে দাদুর। তিনি আরো লেখেন যে, দিদা মারা যাওয়াতে তিনি সত্যি খুব দুঃখ পেয়েছেন। তবে দাদুর সঙ্গে এতদিন বাদে দিদার যে পরপারে দেখা হবে তাতে তিনি স্বস্তি বোধ করছেন। সেখানে নিশ্চিভাবে ওঁনার আত্মা শান্তি পাবে। তিনি বলেন রায় পরিবারের ঐতিহ্য নিজের মধ্যে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন তিনি। তিনি খুবই গর্বিত যে দাদু দিদার আর্শীবাদ পেয়েছেন তিনি। তাঁদের একমাত্র নাতনি রণিতা, এবং ওঁনারা দুজনেই বড় মনের মানুষ ছিলেন। তাদের সঙ্গে অভিনেত্রীর যে বন্ধন তা চিরকাল অটুট থাকবে। অভিনেত্রী মনে করছেন এবার থেকে তার দাদু এবং দিদা তাকে যেন দেবদূত এর মত পথ দেখাবে।

দীর্ঘদিন অভিনেতা সৌপ্তিকের সঙ্গে সম্পর্কে ছিলেন রণিতা (Ranita Das)। তবে বছর দুই আগে সেই সম্পর্ক ভেঙে গেছে। দুজনে মিলে একসাথে একটি প্রযোজনা সংস্থাও খুলেছিলেন প্রাক্তন জুটি। টলিপাড়াতে গুঞ্জন শোনা গিয়েছিল যে, সৌপ্তিকের পর অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে রণিতার সম্পর্ক রয়েছে তবে তা নেহাতই ভুয়ো।

Advertisements