নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরেই অভিনেত্রী সায়নী ঘোষকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সায়নী ঘোষের ‘জয় শ্রী রাম’ সম্পর্কিত একটি মন্তব্যের জেরে সেই বিতর্কের সূত্রপাত। আর এবার সায়নীর আরও একটি টুইট ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
শনিবার সন্ধ্যায় সায়নী ঘোষ টুইট করেন, ‘নেতাজিরও হয়তো আজ হাজারবার মৃত্যু হত… ধর্মনিরপেক্ষ দেশের ধর্মনিরপেক্ষ নায়ক!’ আর এই বিস্ফোরক মন্তব্য নিয়েই দানা বাঁধতে শুরু করেছে বিতর্ক। মনে করা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে শনিবার ভিক্টোরিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার আগে ‘জয় শ্রী রাম’ ধ্বনি উঠেছিল তার পরিপ্রেক্ষিতেই তাঁর এই টুইট।
Even Netaji would have died a thousand death today.. A secular hero of secular India! #Ashamed
— Saayoni Ghosh (@sayani06) January 23, 2021
এই টুইট নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ সায়নীর পাশে দাঁড়িয়েছেন, আবার কাউকে কাউকে বাম-কংগ্রেস জামানার প্রসঙ্গ টেনে নানান ব্যঙ্গ করতে দেখা যাচ্ছে। অন্যদিকে আবার এই একই ঘটনাকে নিয়ে মুখ্যমন্ত্রীকে টুইটে ব্যঙ্গ করেন বিজেপি নেতা তথাগত রায়। তিনি লেখেন, ‘গর্মেন্ট কা পোগ্রাম মে কুছ ডিগনিটি হোনা চাহিয়ে ।…..ইসকে পটেস্ট মে I am not telling anything.’
গর্মেন্ট কা পোগ্রাম মে কুছ ডিগনিটি হোনা চাহিয়ে ।…..ইসকে পটেস্ট মে I am not telling anything.
— Tathagata Roy (@tathagata2) January 23, 2021
শনিবার ভিক্টোরিয়ায় নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তারকাখচিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয় তাৎক্ষণিক বক্তব্য রাখার জন্য। কিন্তু তিনি যখন মঞ্চের দিকে যাচ্ছেন সে সময় দর্শকাসন থেকে হঠাৎ ‘জয় শ্রীরাম’ ধ্বনি উঠে আসে। যার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় অপমানিত বোধ করেন এবং আর বক্তব্য রাখেন নি। একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন বক্তব্য রাখতে যাচ্ছেন তখনও ‘জয় শ্রীরাম’ ধ্বনি ওঠে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঙ্গে সঙ্গে ‘জয় হিন্দ’ ধ্বনি তুলে ঘটনার মোড় ঘুরিয়ে দেন।
তবে শনিবারের এই ঘটনার জল যে অনেকদূর গড়াতে চলেছে তা নিশ্চিত। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলের বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। রাজ্যের প্রাক বিধানসভা মরশুমে জল কতদূর গড়ায় তাই এখন দেখার।