Actress Trina Saha: সিরিয়ালে ফাটিয়ে অভিনয়, বড় বড় ডায়লগ! জানেন তৃণার বিদ্যের দৌঁড় কতদূর

Actress Trina Saha can beat many actors and actresses in terms of education: পরপর বেশ কয়েকটি সিরিয়াল করে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী তৃনা সাহা। যে সমস্ত সিরিয়াল গুলিতে লিড রোলে ছিলেন তিনি, সেই সব সিরিয়াল গুলি দীর্ঘ সময় ধরে টিআরপি লিস্টের প্রথম দিকেও থেকেছে। সিরিয়াল প্রেমী মানুষরা অত্যন্ত পছন্দ করেন অভিনেত্রী তৃণা সাহাকে (Actress Trina Saha)। এই মুহূর্তে “লাভ বিয়ে আজকাল” নামক একটি বাংলা মেগা সিরিয়ালের প্রধান নায়িকা শ্রাবণের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী। সেই সিরিয়ালে তার অভিনয় বর্তমানে দর্শকদের মন জিতে নিয়েছে।

তবে অনেকেই হয়তো জানেন না যে, অভিনয় শুরু করার আগে পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। তৃণা বিভিন্ন পরীক্ষায় দারুন নম্বর নিয়ে পাশ করেছেন। পড়াশোনার তার ডিগ্রী জানলে সত্যি অবাক হতেই হয়। জানা যায় আইসিএসসি এবং আইএসসি বোর্ডের অধীনে স্কুলের পড়াশোনা সম্পন্ন করেছেন অভিনেত্রী। আইসিএসসি পরীক্ষাতে তার প্রাপ্ত নম্বর ছিল ৮৫% এবং আইএসসিতে পেয়েছিলেন ৯২% নম্বর। একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বাণিজ্য বিষয় নিয়ে পড়াশোনা করেছিলেন অভিনেত্রী তৃণা সাহা (Actress Trina Saha)। অনেক ছাত্র ছাত্রীদের কাছেই বাণিজ্য বিভাগের সব থেকে কঠিন বিষয় হল অ্যাকাউন্টেন্সি। তিনি সেই অ্যাকাউন্টেন্সিতেই সব থেকে বেশি নম্বর পেয়েছিলেন।

কলকাতা বিশ্ববিদ্যালয় পড়ার সময় অডিটে সব থেকে বেশি নম্বর পেয়ে পাশ করেন অভিনেত্রী। সে সময় তার প্রাপ্ত নম্বর ছিল ৭৮%। এরপর মার্কেটিং এবং ফিন্যান্স বিষয়ে এমবিএ পাস করেন তিনি। একটি কোম্পানিতে ইন্টার্ন হিসাবে কাজ করেছিলেন কিছুদিন। কিন্তু তারপর পেশাগত জীবনে অভিনয়ের দুনিয়ায় প্রবেশ করেন তৃনা। ক্যামেরার পিছনে প্রথমবারের জন্য কাজ করেছিলেন অপর্ণা সেনের আরশিনগর ছবিতে। আর তারপর এই দুনিয়াকে ভালোবেসে পাকাপাকি ভাবে অভিনয়ের দুনিয়ায় থেকে যান। এরপ অভিনেত্রী হিসেবে একের পর এক কাজ করে চলেছেন এখনো।

আরও পড়ুন 👉 Kiran Dutta Result: কচি বয়সে বাজার কাঁপানো ইউটিউবার, বং গাই কিরণের শিক্ষাগত যোগ্যতা কতদূর জানেন!

একদিকে অভিনয় এবং অন্যদিকে অভিনেতা নীল এর সঙ্গে চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী তৃণা সাহা (Actress Trina Saha)। প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি থাইল্যান্ডে গিয়েছিলেন তৃণা এবং নীল। যদিও সেখানে আগেই পৌঁছে গিয়েছিলেন তার স্বামী নীল ভট্টাচার্য। তবে থাইল্যান্ড যাওয়ার ঠিক আগে এয়ারপোর্টে দেরি হওয়ার কারণে বেশ ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।