নিজস্ব প্রতিবেদন : টেলিকম দুনিয়ায় বৈপ্লবিক পরিবর্তন এনে মানুষের হাতে হাতে 4G পরিষেবা পৌঁছে দিয়েছে Jio। উন্নতমানের এই পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি এখন মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে ইন্টারনেট। এছাড়াও বাড়িতে বাড়িতে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে Jio।
বাড়িতে বাড়িতে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ব্রডব্যান্ড পরিষেবা ছড়িয়ে দিচ্ছে জিও। এছাড়াও এই টেলিকম সংস্থা ইতিমধ্যেই 5G লঞ্চ করে দিয়েছে। তবে এরই মধ্যে তাদের কড়া প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে আদানি গোষ্ঠীর। কারণ তারাও টেলিকম ব্যবসায় নাম লিখিয়ে ফেলল। গোটা দেশে টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র পেল Adani Data Networks।
কেন্দ্রের অনুমোদন পেলেও এই সংস্থা কবে আনুষ্ঠানিকভাবে টেলিকম ব্যবসায়ী পা রাখবে তা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর গোটা দেশেই তাদের টেলিকম নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনুমোদন দিয়েছে কেন্দ্র। চলতি সপ্তাহের সোমবার এই বিষয়ে তাদের অনুমোদন দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, এই সংস্থা 5G স্পেকট্রাম নিলামে ২১২ কোটি টাকা খরচ করে 400 MHz স্পেকট্রাম কিনেছে।
ইতিমধ্যেই দেশে মোট পাঁচটি শহরে 5G পরিষেবা চালু হয়েছে। এই পাঁচটি শহর হল দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, বারাণসী, শিলিগুড়ি, কলকাতা। Jio তাদের 5G পরিষেবা চালু করেছে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং কলকাতায়। অন্যদিকে Airtel তাদের 5G পরিষেবা চালু করেছে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, বারাণসী, শিলিগুড়িতে।
আদানি গোষ্ঠী গত কয়েক বছরে যেখানেই হাত দিয়েছে সেটিই সোনা হয়ে দাঁড়িয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গৌতম আদানীর সম্পত্তির পরিমাণ দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বর্তমানে তার সম্পত্তি পরিমাণ এমন জায়গায় পৌঁছেছে যে বিশ্বের এক নম্বর ধনকুবের এলন মাস্ককেও প্রতিদ্বন্দ্বিতায় ফেলে দিতে পারেন বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে তার টেলিকম ব্যবসায় পা রাখা কালঘাম ছোটাতে পারে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিওকে বলেও মনে করা হচ্ছে।