Adani Group: ইলেকট্রিক গাড়ি চার্জ করার চিন্তা দূর! কয়েকশ চার্জিং স্টেশন গড়তে চলেছে রাজ্য

Prosun Kanti Das

Published on:

Advertisements

Adani Group is going to build hundreds of charging stations in the state: সম্প্রতি পেট্রোল এবং ডিজেলচালিত গাড়ির তুলনায় বিভিন্ন দেশে বেড়ে গেছে বৈদ্যুতিক এবং ব্যাটারিচালিত গাড়ির সংখ্যা। সাধারণত পরিবেশকে দূষণমুক্ত করতেই এই পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন রাষ্ট্র। দেশের অন্যান্য রাজ্যের মত আমাদের রাজ্যেও জ্বালানির আমদানির খরচ কমানো এবং পরিবেশকে দূষণমুক্ত রাখতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহারে জোর দেওয়া হচ্ছে অনেকটাই। বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার জন্য প্রয়োজন চার্জিং স্টেশন, সেটি তৈরির জন্য রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার চাওয়া তৃতীয় দফার দরপত্রে প্রথমেই আগ্রহ প্রকাশ করেছে আদানি গ্রুপ (Adani Group)।

Advertisements

ওই দরপত্রে অবশ্য সিংহভাগ বরাতের যোগ্যতামান পেরিয়েছিল আদানি টোটাল এনার্জিস ই-মোবিলিটি অর্থাৎ ফরাসি টোটাল-এনার্জিসের সঙ্গে আদানি গোষ্ঠীর এটি যৌথ উদ্যোগ। প্রশাসনিক মারফত জানা গেছে যে, দরপত্রের নিরিখে নিযুক্ত হওয়া অন্যান্য সংস্থার সঙ্গে আদানির (Adani Group)। যৌথ সংস্থাটির প্রস্তাবে বণ্টন সংস্থার পর্ষদ সম্মতি জানিয়েছে।

Advertisements

বৈদ্যুতিক গাড়িগুলো চার্জ দেওয়ার জন্য প্রয়োজন উপযুক্ত পরিকাঠামো, সেটি তৈরি করতে ইতিমধ্যেই দু’দফায় যৌথ উদ্যোগে চার্জিং স্টেশন তৈরি হয়েছে মোট ১০৪টি। এই অনুমতি প্রদান করেছে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। এই চার্জিং স্টেশনগুলো তৈরি হবে তাদের খালি জায়গার আর পাশাপাশি রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থা এবং পর্যটন বিভাগের অধীন পথসাথীর ফাঁকা অংশেও তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে অন্যান্য সংস্থার মত লাভ করেছে আদানি গ্রুপও (Adani Group)।

Advertisements

আরও পড়ুন ? Hero Splendor EV: লাগবে না একফোঁটা পেট্রোল! এবার নতুন অবতারে আসছে হিরো স্পেলন্ডর

বণ্টন সংস্থার সিদ্ধান্ত অনুসারে, তৃতীয় দফায় তিন সংস্থার সঙ্গে পুর ও নগরোন্নয়ন দফতরের অধীন বিভিন্ন পুরসভার কিছু উদ্বৃত্ত জমিকেও কাজে লাগিয়ে মোট ১৩২টি স্টেশন তৈরি করা হবে। এতে এগিয়ে আসে বহু বেসরকারি সংস্থা। সবদিক বিবেচনা করে অবশেষে প্রযুক্তিগত ও আর্থিক দরপত্রে ওই দফায় ৮৪টি স্টেশন তৈরি করার জন্য প্রস্তাব দেওয়া হয়। আযানের যৌথ সংস্থা এর মধ্যে বেশিরভাগ স্টেশন গড়ার প্রস্তাব দেয়।

তবে শেষ পর্যন্ত আদানি গোষ্ঠী (Adani Group) তিন দফার দরপত্রে যোগ্যতামান পেরনোর দৌড়ে রিলায়্যান্স বিপি মোবিলিটি-কে খানিকটা পিছনে ফেলেছে। আম্বানির এই যৌথ সংস্থা অমাবশ্য প্রথম দফার দরপত্রে ১১টি চার্জিং স্টেশন গড়ার বরাত জিতেছিল। আবার পরবর্তী দু’দফার দরপত্রে অবশ্য আর অংশ নেয়নি এই সংস্থা। এবার তৃতীয় দরপত্র কিন্তু প্রথম অংশ নেয় আদানির সংস্থাটি। কিন্তু সূত্র মারফত জানা গেছে যে, আদানি ছাড়াও চারটি সংস্থা তৃতীয় দফার দরপত্রে যোগ্যতমান পেরিয়েছে। প্রক্রিয়াগত বিষয় ঠিক থাকলে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এই কর্মকান্ড।

Advertisements