Pay Electric Bill: ইলেকট্রিক বিল থেকে নতুন কানেকশনের আবেদন! সুবিধা দিতে নতুন অ্যাপ আনল আদানি

Prosun Kanti Das

Published on:

Adani has launched a new app to apply for new connections and Electric Bill Pay: দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিদ্যুতের বিল জমা দেওয়া এখন অতীত, মানুষ বিল জমা দেওয়ার (Pay Electric Bill) ক্ষেত্রে ভরসা করে অনলাইন পরিষেবাকেই। এই জায়গাতেই নতুন চমক এনেছেন শিল্পপতি গৌতম আদানি। আদানির আনা নতুন অ্যাপের মাধ্যমে আপনি দ্রুত বিল মেটানোর পাশাপাশি নতুন মিটারের জন্য আবেদনও করতে পারবেন। কী ভাবে এটি ডাউনলোড করবেন এবং কী কী সুবিধা পাবেন সমস্ত তথ্য জেনে নিন আজকের প্রতিবেদনের মাধ্যমে।

আপনি আদানি ইলেক্ট্রিসিটি অ্যাপ গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তবে যদি আপনি এই অ্যাপ ব্যবহার করতে চান তার জন্য অবশ্যই প্রয়োজন আদানি ইলেক্ট্রিসিটি কানেকশন এর। প্রথমে আপনাকে এই অ্যাপটি ডাউনলোড করে রেজিস্টার করতে হবে। তার জন্য দরকার মিটার নম্বর এবং রেজিস্টার নম্বর। খুব সহজেই এই অ্যাপটির মাধ্যমে আপনি ইলেকট্রিক বিল দেওয়া (Pay Electric Bill) থেকে শুরু করে নতুন মিটার নেওয়া সমস্ত রকম কার্যসিদ্ধি করতে পারবেন।

প্রথমে অবশ্য আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। যখন ভেরিফাই হয়ে যাবে তখন অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এই বিদ্যুৎ বিল দেওয়ার পাশাপাশি আপনি চাইলে অভিযোগও জানাতে পারবেন। আদানি ইলেকট্রিসিটি কিন্তু মুম্বইয়ে বিদ্যুৎ সরবরাহ করে তাই যাদের এই কানেকশন রয়েছে তারা খুব সহজেই এখানে বিদ্যুৎ বিল মেটাতে পারবে (Pay Electric Bill)।আসলে আজকাল কোনো মানুষই লম্বা লাইনে দাঁড়িয়ে ইলেকট্রিক বিল দিতে চান না তাতে পরিশ্রম হয় অনেক বেশি। পাশাপাশি যদি অনলাইনে এই সুবিধা পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই।

আরও পড়ুন 👉 Electric Bill Reduce: ইলেকট্রিক খরচ দামি হলেও মিলবে ছাড়! শুধু মেনে চলতে হবে এইসব পদ্ধতি

অনলাইনে বিল দেওয়ার (Pay Electric Bill) সবথেকে বড় দুটি সুবিধা হল – বাড়িতে বসেই কারেন্টের বিল দিয়ে দেওয়া যায়। এক্ষেত্রে কোন মিডিলম্যানের দরকার পড়ে না। দ্বিতীয় সুবিধা এমন বহু অ্যাপ আছে যারা ইলেকট্রিক বিল পেমেন্টের বদলে আপনাকে ক্যাশব্যাকও দেয়। যেমন ফোনপে, পেটিএম, গুগল প্লে এবং অ্যামাজন পে। ফলে কারেন্টের বিল দেওয়ার পাশাপাশি আপনার বাড়তি টাকাও আমদানি হচ্ছে। যেই অ্যাপে যেই ধরনের অফার থাকবে সেই অনুযায়ী ক্যাশব্যাক পাবেন। গৌতম আদানির এই উদ্যোগ সত্যিই আশ্চর্যজনক। গ্রাহকরা এতে ক্যাশব্যাক পাবেন কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু বলা যাচ্ছে না। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর দু’জায়গাতেই চালু হয়ে গিয়েছে।

এছাড়াও আপনি আদানির এই অ্যাপটির মাধ্যমে নতুন মিটারের জন্য আবেদন করতে পারবেন। তার জন্য আপনাকে প্রথমে অ্যাপে গিয়ে নতুন কানেকশন অপশনে ক্লিক করতে হবে। তবে তার আগে এখানে লগ ইন করতে হবে এবং একটি ফর্ম আসবে যা ফিলআপ করতে হবে আপনাকে। সেখানে সঠিক ভাবে তথ্য জমা দিতে হবে। ফর্ম জমা দিলেই আদানি আদানি ইলেক্ট্রিসিটি অ্যাপে সেটি চলে যাবে এবং নতুন মিটার বসানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে।প্রসঙ্গত উল্লেখ্য যে, আদানি কিছুদিন আগেই ট্রেনের টিকিট, ফ্লাইট ও হোটেল বুকিংয়ের জন্য একটি নতুন অ্যাপ এনেছেন। এই অ্যাপের নাম আদানি ওয়ান।