Adani Port has established itself as the world’s largest transport service, surpassing China: আদানি পোর্ট (Adani Port) এন্ড স্পেশাল ইকনোমিক জোন লিমিটেড। এটি একটি বহু জাতিক পোর্ট অপারেটর। আদানি গ্রুপের অংশ এই পোর্ট অপারেটরটি সম্প্রতি ভারতের বৃহত্তম পরিবহন সংস্থা হিসেবে নিজেদের চিহ্নিত করতে সফল হয়েছে। এই সংস্থা ১৫ টি বন্দর এবং টার্মিনালের একটি নেটওয়ার্ক তৈরি করেছে। যার মধ্যে রয়েছে ভারতের প্রথম গভীর জলের ট্রান্সশিপমেন্ট বন্দর। বন্দরটি সেজ ও তিরুবন্তপুরমে অবস্থিত।
আদানি পোর্টসের (Adani Port) অন্তর্ভুক্ত ১৫ টি পোর্ট ও টার্মিনালের মধ্যে কামরাজার বন্দর, কাট্টুপল্লী বন্দর, দীঘি বন্দর, গোপালপুর বন্দর, গঙ্গাভরাম, দাহেজ বন্দর, মুরমুগাও টার্মিনাল, ভাইজ্যাগ টার্মিনাল ইত্যাদি অন্যতম। এই মুহূর্তে কচ্ছ উপোসাগরে মুন্দ্রা বন্দরে একটি বার্থিং অন অ্যারাইভাল পোর্টের কাজ চলছে। এই বন্দরে মোট ২৬ টি বার্থ রয়েছে। ২০১৩ সাল থেকে মুন্দ্রা বন্দরটি ভারতের বৃহত্তম বাণিজ্যিক বন্দর হিসেবে কাজ করছে। বিশ্বের বৃহত্তম কয়লা আমদানি করার টার্মিনালটিও মুন্দ্রা বন্দর দ্বারাই পরিচালনা করা হয়।
চীনকে পিছনে ফেলে বিশ্বের বৃহত্তম পরিবহন পরিষেবা হিসেবে নিজেকে চিহ্নিত করতে পেরেছে আদানি পোর্ট (Adani Port) এন্ড স্পেশাল ইকনোমিক জোন। এতদিন এই শিরোপা ছিল চীনের বেনজিং-সাংহাই হাইস্পিড রেলওয়ের মাথায়। কিছুদিন যাবত আদানি পোর্টের শেয়ারগুলির বাজার দর ঊর্ধ্বমুখী ছিল। এবার তা ছাড়িয়ে গেল চীনের পরিবহন সংস্থাটিকেও। ২০ শে জুনের আগে আদানি পোর্টের (Adani Port) বাজার দর ছিল ৩৭ বিলিয়ন ডলারের উপরে। ২০ শে জুনের পর এখন সেই বাজার মূল্য আরো অনেক বেড়ে গেছে।
আরও পড়ুন ? GST: GST লাভ না ক্ষতি? জিনিসের দাম বেড়েছে নাকি কমেছে! দেখে নিন হিসেব-নিকেশ
ভারতে কার্গো ওঠা-নামা করানোর ক্ষেত্রে আদানি পোর্টের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। সংস্থাটি ভারতে মোট ২৭ শতাংশ কার্গো ওঠা নামার সাথে যুক্ত। এছাড়াও প্রায় ৪৪ শতাংশ কন্টেনার কার্গো ওঠা নামার সাথে যুক্ত রয়েছে আদানি পোর্ট (Adani Port)। তারমধ্যে এই মুহূর্তে শেয়ার বাজার মূল্য ব্যাপকহারে ঊর্ধ্বগামী হয়ে রয়েছে সংস্থাটির। সবকিছু মিলিয়ে সংস্থাটির এগিয়ে চলার নতুন পথ খুলে যেতে চলেছে বলে মনে করছে বিশিষ্টজনেরা। একদিকে শেয়ারগুলির বাজার দরের ঊর্ধ্বমুখী হওয়া, অপরদিকে সফলভাবে কার্গো ওঠা নামার অধিকাংশ ক্ষেত্রে যুক্ত থাকা আদানি পোর্টসকে সফলতার দিকে এগিয়ে দিচ্ছে।
অত্যন্ত দক্ষতার সাথে লক্ষ লক্ষ মেট্রিক টন কার্গো ওঠা নামানোর ক্ষেত্রে ম্পূর্ণভাবে সফল আদানি পোর্ট (Adani Port)। খুব শীঘ্রই হয়তো আদানী পোর্ট ভারতের বেঞ্চমার্ক ইকুইটির আওতায় অন্তর্ভুক্ত হতে চলেছে। এমনটাই দাবি করছে নুভানা অল্টারনেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ রিসার্চ। লোকসভা ভোটের ফলাফল ঘোষণার সময় এই শেয়ারটির বাজার মূল্য ব্যাপক হারে পড়ে গিয়েছিল। কিন্তু নতুন সরকার গঠনের পর আবার ব্যাপকহারে ঊর্ধ্বমুখি হচ্ছে সংস্থাটির শেয়ারের বাজার মূল্য। এই পরিস্থিতিতে আদানী পোর্ট ২৫২ মিলিয়ন ডলারের একটি আকর্ষণীয় বিনিয়োগ করতে পারে শেয়ার বাজারে।