Madhyamik Examination Train: মাধ্যমিক পরীক্ষার্থীদের চিন্তা দূর করল রেল, এইসব স্টেশনে দাঁড়াবে বাড়তি ট্রেন, দেখে নিন সময়সূচী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আর মাত্র কয়েক ঘণ্টা তারপরেই শুরু হতে চলেছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2024)। এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ৯:৪৫ মিনিটে। যেখানে অন্যান্য বছর পরীক্ষা শুরু হতো দুপুর ১২টার সময়। মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার সময়ে এমন পরিবর্তন আনার ফলে অনেকের কাছেই যাতায়াত নিয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Advertisements

মাধ্যমিক পরীক্ষার্থীদের এমন চিন্তা দূর করতে এবার বড় পদক্ষেপ নিল রেল (Indian Railways)। পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য এবার রেলের তরফ থেকে বিভিন্ন স্টেশনে বাড়তি ট্রেনের স্টপেজ (Madhyamik Examination Train) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী শিয়ালদা ডিভিশনের বেশ কয়েকটি স্টেশনে কিছু বাড়তি ট্রেন স্টপেজ দেবে।

Advertisements

মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় তার জন্য রেলের তরফ থেকে নির্দিষ্ট সময় বেঁধে যাওয়া হয়েছে ওই সকল লোকাল ট্রেন ও প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ দেওয়ার বিষয়টিকে। পরীক্ষার দিনগুলিতে সকাল আটটা থেকে পৌনে দশটা এবং দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত বাড়তি স্টেশনে বাড়তি ট্রেনের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Eastern Railway)। চলুন দেখে নেওয়া যাক কোন কোন স্টেশনে বাড়তি ট্রেনের স্টপেজ দেওয়া হবে।

Advertisements

আরও পড়ুন ? Madhyamik Examination New Update: মাধ্যমিক পরীক্ষা নিয়ে এবার এলো নতুন আপডেট! রিপোর্টিং টাইম নিয়ে নির্দেশিকা জারি পর্ষদের

নির্দিষ্ট করে দেওয়া সময়ের মধ্যে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা এবং শিয়ালদা-রানাঘাট-কৃষ্ণনগর শাখায় জালালখালি হল্ট স্টেশন, বারাসত-বনগাঁ শাখায় সনহাটি, বিভূতি ভূষণ হল্ট কয়েকটি লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন দাঁড়াবে বলে জানাচ্ছে পূর্ব রেল। কোন কোন ট্রেন কখন দাঁড়াবে সেই সূচিও পূর্ব রেলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে।

স্টেশন ও ট্রেন স্টপেজ টাইম: জালালখালিতে সকাল ৮:২২ মিনিটে শিয়ালদা-কৃষ্ণনগর সিটি।

সকাল ৮:২২ মিনিটে পলতায় শিয়ালদা-কৃষ্ণনগর সিটি। জগদ্দলে দাঁড়াবে সকাল ৮:২৯ মিনিটে এবং কাঁকিনাড়ায় দাঁড়বে সকাল ৮:৪২ মিনিটে।

জগদ্দলে সকাল ৮:৫৬ মিনিটে শিয়ালদা-কাটোয়া লোকাল। এই ট্রেনটি কাঁকিনাড়ায় দাঁড়াবে সকাল ৮:৫৮ মিনিটে।

বিভূতিভূষণ হল্টে সকাল ৯:০১ মিনিটে দাঁড়াবে শিয়ালদা-বনগাঁ লোকাল।

সনহাটিতে সকাল ৯:০৬ মিনিটে দাঁড়াবে বারাসত-বনগাঁ লোকাল। ট্রেনটি সকাল ৯:২৯ মিনিটে বিভূতি ভূষণ হল্ট স্টেশনে দাঁড়াবে।

জালালখালিতে দুপুর ১:০৫ মিনিটে জালালখালিতে দাঁড়াবে শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল।

পলতায় দুপুর ১:১৩ মিনিটে দাঁড়াবে শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার। এই ট্রেনটি আবার জগদ্দলে দুপুর ১:২০ মিনিটে স্টপেজ দেবে। কাঁকিনাড়ায় স্টপেজ দেবে দুপুর ১:২৮ মিনিটে। পায়রাডাঙায় স্টপেজ দেবে দুপুর ২:১৪ মিনিটে।

দুপুর ১:৩৮ মিনিটে জালালখালিতে স্টপেজ দেবে রানাঘাট-লালগোলা লোকাল।

দুপুর ১:৪৭ মিনিটে জগদ্দলে স্টপেজ দেবে শিয়ালদা-শান্তিপুর লোকাল।

দুপুর ২:১৭ মিনিটে জালালখালিতে স্টপেজ দেবে শিয়ালদা-কৃষ্ণনগর।

সকাল ৮:১৫ মিনিটে কাঁকিনাড়ায় স্টপেজ দেবে রানাঘাট-শিয়ালদা মেমু স্পেশাল। এই ট্রেনটি জগদ্দলে স্টপেজ দেবে সকাল ৮:১৭ মিনিটে। পলতায় স্টপেজ দেবে সকাল ৮:২৫ মিনিটে।

সকাল ৮:২৪ মিনিটে জগদ্দলে স্টপেজ দেবে কৃষ্ণনগর সিটি-শিয়ালদা। এই ট্রেনটি আবার পলতায় স্টপেজ দেবে সকাল ৮:৩৪ মিনিটে।

জালালখালিতে সকাল ৮:৪৪ মিনিটে স্টপেজ দেবে কৃষ্ণনগর-শিয়ালদা লেডিজ স্পেশাল।

কাঁকিনাড়ায় সকাল ৮:৫৬ মিনিটে স্টপেজ দেবে গেদে-শিয়ালদা লোকাল। এই ট্রেনটি সকাল ৮:৫৯ মিনিটে স্টপেজ দেবে জগদ্দলে।

জালালখালিতে সকাল ৯:০৪ মিনিটে স্টপেজ দেবে কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল।

কাঁকিনাড়ায়সকাল ৯:০৭ মিনিটে স্টপেজ দেবে লালগোলা-শিয়ালদা মেমু প্যাসেঞ্জার। সকাল ৯:০৯ মিনিটে এই ট্রেনটি দাঁড়াবে জগদ্দলে। পলতায় এই ট্রেনটি দাঁড়াবে সকাল ৯:১৬ মিনিটে।

বিভূতিভূষণ হল্টে সকাল ৯:৩৩ মিনিটে স্টপেজ দেবে বনগাঁ-বারাসত লোকাল।

জগদ্দলে দুপুর ১:২৩ মিনিটে স্টপেজ দেবে কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল।

দুপুর ১:২২ মিনিটে পায়রাডাঙায় স্টপেজ দেবে লালগোলা-শিয়ালদা স্পেশাল। কাঁকিনাড়ায় এই ট্রেনটি স্টপেজ দেবে দুপুর ২:০৮ মিনিটে। জগদ্দলে এই ট্রেনটি দাঁড়াবে স্টপেজ দেবে ২:১০ মিনিটে। পলতায় এই ট্রেনটি স্টপেজ দেবে ২:২১ মিনিটে।

বিভূতিভূষণ হল্টে দুপুর ২:১৮ মিনিটে স্টপেজ দেবে বনগাঁ-শিয়ালদা লোকাল।

জালালখালিতে দুপুর ২:১৯ মিনিটে স্টপেজ দেবে কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল।

Advertisements