পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরাতে সরাসরি অমিত শাহকে ফোন অধীর চৌধুরীর

নিজস্ব প্রতিবেদন : লকডাউন চলাকালীন যেদিন থেকে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক ও অন্যান্যদের নিজেদের রাজ্যে ফেরার অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার, সেদিন থেকেই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য বারবার প্রশ্ন তুলছেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তিনি বারবার দাবি করেছেন, “বাংলার পরিযায়ী শ্রমিকরা ট্রেন পেয়েছে কিনা তা নিয়ে রেলমন্ত্রীর সাথে কথা বলছি। আর রেলমন্ত্রী বারবার জানাচ্ছেন দুটি বাদে আর কোন ট্রেনের আবেদন করেনি পশ্চিমবঙ্গ সরকার।” আর এবার পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে সরাসরি ফোন করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

বৃহস্পতিবার অধীর চৌধুরী অমিত শাহকে ফোন করে বলেন, “৫০০ জন মানুষ আটকে রয়েছেন ব্যাঙ্গালুরুতে। আর এই সকল মানুষদের মধ্যে অধিকাংশই রোগী। লকডাউনে দীর্ঘদিন থাকতে থাকতে হোটেলে থাকার টাকা পর্যন্ত নেই তাদের কাছে। করুণ অবস্থায় দিন কাটছে তাদের। পরিযায়ী শ্রমিকদের প্রশ্ন যদি বাংলার মুখ্যমন্ত্রী না ফেরায় তাহলে কি এই ভাবে দিন কাটাতে হবে?”

অমিত শাহকে ফোন করে অধীর চৌধুরী পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক, পড়ুয়া, রোগী ও পর্যটকদের দুর্দশার কথা জানানোর পাশাপাশি এই বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ জানান। তার উত্তরে অমিত শাহ আজই বাংলার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন বলে জানান অধীর চৌধুরী।

এছাড়াও অধীর চৌধুরী এদিন বলেন, “উত্তরপ্রদেশ সরকার আড়াই লক্ষ মানুষকে ফিরিয়ে নিয়ে গেছে। বিহার সরকার দেড় লক্ষ মানুষকে ফিরিয়ে নিয়ে গেছে। আপনার বাংলা সরকার নিচ্ছে না, এমনটাই জানান অমিত শাহ।” এরপরই মুখ্যমন্ত্রীর উদ্দ্যেশে তিনি বলেন, “বাংলার পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য আপনার যা যা অসুবিধা হচ্ছে তা নিয়ে আলোচনা করুন।প্রয়োজনে বাইরে থেকে যাদের আনা হচ্ছে তাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট দেওয়ার পর ফেরান।করোনা সংক্রমণ হয়ে যাবে এমন ভয় থাকলে কোয়ারেন্টাইন সেন্টার করুন। সকলকে কোয়ারেন্টাইনে রাখুন। আপনার দাবি-দাওয়া নিয়ে আমরাও কেন্দ্রের কাছে আপনার হয়ে গলা মেলাবো। আপনি কেন্দ্রকে বলুন ওদের ফেরাতে আপনার কি কি প্রয়োজন।”

প্রসঙ্গত, ভিনরাজ্য থেকে দুটি বিশেষ ট্রেনের মাধ্যমে প্রায় ২৫০০ পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরেছে। একটি এসেছে রাজস্থানের আজমের থেকে ও অন্যটি কেরল থেকে।