নিজস্ব প্রতিবেদন : বিরোধীরা বারংবার অভিযোগ করেন, রাজ্য সরকার বিপুল অর্থ খরচ করে শিল্প সম্মেলন করলেও শিল্পের দেখা মেলে না। দীর্ঘদিন ধরে রাজ্যে কোন রকম শিল্পের দেখা না মেলায় বাড়ছে বেকারত্বের সংখ্যা। তবে বিরোধীদের এই সকল অভিযোগের মাঝেই সম্প্রতি জানা গিয়েছে আদিত্য বিড়লা গ্রুপ রাজ্যে হাজার কোটি টাকা বিনিয়োগ করে শিল্প গড়তে চলেছে। আর এই শিল্প হলে হবে নতুন করে কর্মসংস্থান।
আদিত্য বিড়লা গ্রুপের রাজ্যে বিনিয়োগ এবং নতুন শিল্প গড়ে তোলার খবর চাউর হতেই কর্মসংস্থানের আশায় বুক বাঁধছেন রাজ্যের শিক্ষিত যুবক যুবতীরা। জানা যাচ্ছে, আদিত্য বিড়লা গ্রুপ রাজ্যে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে খড়্গপুরে একটি কারখানা তৈরি করতে চলেছে। তাদের এই কারখানা হবে রং-এর কারখানা।
আদিত্য বিড়লা গ্রুপ সূত্রে জানা যাচ্ছে, তারা খড়্গপুরে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করে রং-এর কারখানা তৈরি করতে চেয়েছে। এই কারখানায় তৈরির কাজ শেষ হলে এখানে কমকরে ৬০০ জনের কর্মসংস্থান হবে। সরাসরি এই এত সংখ্যক যুবক যুবতির কর্মসংস্থানের পাশাপাশি পরোক্ষভাবে দেড় হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও দাবি করেছে আদিত্য বিড়লা গ্রুপ।
আদিত্য বিড়লা গ্রুপ গত ৪ অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দেন রাজ্যে বিনিয়োগ করার পরিপ্রেক্ষিতে। সেখানেই প্রস্তাব আকারে সমস্ত বিষয়টি তুলে ধরা হয়েছে। এই চিঠির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন সংস্থার কার্যনির্বাহী সভাপতি সুনীল বাজাজ এবং সিওও অজিত কুমার। বৈঠকেই খুলে যায় বিনিয়োগের দরজা।
সূত্র মারফত জানা যাচ্ছে আদিত্য বিড়লা গ্রুপ তাদের এই কারখানা করতে চাই পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের বিদ্যাসাগর শিল্প তালুকে। প্রস্তাবিত এই শিল্প তৈরি করা হবে ৮০ একর জমিতে। ইতিমধ্যেই দুই পক্ষের আলোচনায় এই শিল্প নিয়ে আর কোনো বাধা থাকছে না বলেই জানা যাচ্ছে।