Toto Rules: শুধু হকার, ফুটপাত উচ্ছেদ নয়, এবার সোজা বাজেয়াপ্ত হবে টোটো! বড় পরিকল্পনা জানিয়ে দিল প্রশাসন

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরেই দফায় দফায় রাজ্যে উত্তেজনা ছড়িয়েছে মূলত হকার ও দখল করা ফুটপাত দখল মুক্ত করার পরিপ্রেক্ষিতে। প্রথমদিকে হকার উচ্ছেদ শুরু হলে তীব্র আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের আরও একমাস সময় দেন। তবে হকার উচ্ছেদ বন্ধ হলেও কিন্তু ফুটপাত দখল মুক্ত করা বন্ধ হয়নি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরও রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে অভিযান চলছে ফুটপাত দখল মুক্ত করার। মূলত যে সকল পাকা দোকানদাররা তাদের দোকানের অংশের বাইরেও অংশ বাড়িয়ে ফুটপাত দখল করে রয়েছেন সেই সকল জায়গায় উচ্ছেদ করে মুক্ত করার কাজ চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। তবে এসব কিন্তু অতীত। কেননা এবার প্রশাসন টোটো (Toto Rules) নিয়ে বড় পদক্ষেপ নেবে বলেই জানা গিয়েছে।

রাজ্যের বিভিন্ন শহর থেকে গ্রামে অনিয়ন্ত্রিতভাবে টোটো চলছে বলে অভিযোগ এবং অনিয়ন্ত্রিতভাবে টোটো চলাচলের কারণে সবচেয়ে বড় সমস্যা তৈরি হচ্ছে যানজট। অভিযোগ সাধারণ মানুষদের টোটোর উপদ্রবের কারণে যাতায়াত করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি হকার উচ্ছেদ ও ফুটপাত দখল মুক্ত দেখে অনেকেই দাবি করছেন, এসব করে কিছু হবে না। কেননা যে জায়গা থেকে আজ হকারদের তুলে দেওয়া হচ্ছে অথবা ফুটপাত দখল মুক্ত করা হচ্ছে সেই জায়গায় আগামী দিনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে টোটো।

আরও পড়ুন 👉 Rainfall South Bengal: ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! টানা দু’দিন তরতাজা মৌসুমী বায়ু কাঁপাবে দক্ষিণবঙ্গের ১৫ জেলা

টোটো চালকরাও যদি এমনটা ভেবে থাকেন তাহলে ভুল করছেন। কেননা সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী জানিয়েছেন, ইতিমধ্যেই টোটো নিয়ে একটি মিটিং হয়ে গিয়েছে এবং আগামী দিনে টোটো নিয়ে পদক্ষেপ গ্রহণ শুরু করা হবে। সিউড়ি শহরের মানুষেরা টোটো নিয়ে অতিষ্ঠ। যে কারণে গরিব ও সাধারণ সমস্ত মানুষদের নিয়ে আমরা চলব। তবে সবকিছু একটা সিস্টেমে চলতে হবে। সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে স্পষ্ট, আগামী দিনে লাগামছাড়া টোটো চলাচলের ক্ষেত্রে লাগাম টানা হতে পারে।

সিউড়ি পৌরসভা এখন কেবল পরিকল্পনা গ্রহণ করেছে, তবে এরই মধ্যে উত্তর ২৪ পরগনার বারাসাত পৌরসভার একটি পদক্ষেপ নজরে এসেছে। দিন কয়েক আগেই বারাসাত পৌরসভার তরফ থেকে মোটর ভেহিকেলস আধিকারিক এবং পুলিশ প্রশাসনকে নিয়ে যৌথভাবে অভিযান চালানো হয়। সেই অভিযানে কিউআর কোড না থাকা টোটোগুলিকে ধরপাকড় করা হয় এবং সেগুলিকে সোজা বাজেয়াপ্ত করে দেওয়া হয়। এক্ষেত্রে যে সকল টোটো চালকরা নিয়ম অমান্য করে যাতায়াত করছেন তাদের অবিলম্বে সমস্ত রকম দিক ঠিক করে রাস্তায় টোটো নামাতে হবে, আর তা না হলে লক্ষাধিক টাকার ওই যান বাজেয়াপ্ত হয়ে যাবে।