থাকা খাওয়া সব ফ্রি, নামমাত্র খরচে রাম জন্মভূমি প্যাকেজ নিয়ে এলো IRCTC

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : IRCTC কেবলমাত্র ট্রেনের টিকিট প্রদান করে থাকে এমন নয়। এর পাশাপাশি তারা বছরভর নামমাত্র খরচে বিভিন্ন জায়গায় পর্যটকদের জন্য ট্যুর প্যাকেজ নিয়ে আসে। না সেই রকমই এবার তারা নামমাত্র খরচে রাম জন্মভূমি ঘুরে দেখার জন্য নতুন প্যাকেজ নিয়ে এলো। যে প্যাকেজের মধ্যেই থাকা খাওয়া সব কিছু রয়েছে।

Advertisements

তীর্থক্ষেত্র ভ্রমণের ক্ষেত্রে IRCTC নতুন যে প্যাকেজ নিয়ে এসেছে সেই প্যাকেজের মাধ্যমে বিমান যাত্রা করে কাশী বিশ্বনাথ থেকে শুরু করে রাম জন্মভূমি ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। IRCTC-র তরফ থেকে টুইট করে তাদের এই নতুন তীর্থক্ষেত্র প্যাকেজের ঘোষণা করা হয়েছে।

Advertisements

এই প্যাকেজের মাধ্যমে কোন কোন জায়গা ঘুরে দেখানো হবে সেই সম্পর্কে IRCTC জানিয়েছে, উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ সব তীর্থক্ষেত্র ঘুরিয়ে দেখানো হবে। উত্তর প্রদেশের কাশী বিশ্বনাথ মন্দির, অন্নপূর্ণা মন্দির, সঙ্কট মোচন মন্দির, কাল ভৈরব মন্দির, সারনাথ মন্দির, পাতালপুরী মন্দির, বড় হনুমানজি মন্দির, কনক ভবন, হনুমান গৃহ, রাম জন্মভূমি ও শ্রী কালেরাম মন্দির নিয়ে যাওয়া হবে। এই প্যাকেজ ৪ রাত ও ৫ দিনের জন্য। প্যাকেজ শুরু হবে আগামী ১৯ নভেম্বর থেকে।

Advertisements

এই ট্যুর প্যাকেজের মধ্যেই রয়েছে হোটেলে থাকার বন্দোবস্ত। পর্যটকদের রাখা হবে বারাণসীতে হোটেল মিডো ইন বা হোটেল জে এস রেসিডেন্সির মতো হোটেলে। প্রয়াগরাজে পর্যটকদের রাখা হবে হোটেল রবিশা কন্টিনেন্টাল বা হোটেল গ্যালাক্সি ভিউয়ের মতো হোটেলে। আবার অযোধ্যাতে হোটেল কৃষ্ণা প্যালেস বা এই ধরনের হোটেলে পর্যটকদের রাখার বন্দোবস্ত করা হবে।

এই ধরনের দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে IRCTC-র তরফ থেকে। একটি প্যাকেজ আগামী ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় প্যাকেজটি হল ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এই প্যাকেজের জন্য নূন্যতম বুকিংয়ের খরচ হল ২৬,৪০০ টাকা।

Advertisements