কনকনে ঠাণ্ডায় ঘর হবে গরম, বিদ্যুৎ ছাড়াই চলে সস্তার এই রুম হিটার

Antara Nag

Published on:

Advertisements

শীতের আমেজ আসতে আর বাকি নেই। মা দুর্গার বিসর্জনের পরেই ঠান্ডার আবহাওয়া চলে এসেছে দোরগোড়ায়। এই ঠান্ডায় অনেকেই বাড়িতে এয়ার কন্ডিশনার বা রুম হিটার নিশ্চয়ই লাগাবেন। এরফলে কারেন্ট খরচা বাড়বে। তাই দরকার নেই আর বিদ্যুৎ খরচ করার।

Advertisements

আজকে এমন এক রুম হিটারের কথা বলব যা বিদ্যুৎ ছাড়াই ঘরকে গরম করে রাখবে। চলুন জেনে নিন সেই রুম হিটারে যাবতীয় তথ্য।

Advertisements

আর কিছুদিনের মধ্যেই জাঁকিয়ে শীত পড়তে চলেছে সারা দেশজুড়ে। এবারের হাওয়া অফিস জানিয়েছেন, চলতি বছরে খুব জাঁকিয়ে শীত পড়বে। অনেকেই সেই কনকনে ঠান্ডা সহ্য করতে না পেরে এয়ার কন্ডিশনার বা রুম হিটার অবশ্যই লাগাবে। দরকার নেই অনেক টাকা খরচা করে রুম হিটার লাগানোর। কম দামে ভালো মানের রুম হিটার পেয়ে যাবেন বাড়িতে বসেই। এছাড়া এই রুম হিটার চালাতে লাগবে না কোনো বিদ্যুৎ বা কারেন্ট।

Advertisements

জানা গিয়েছে, এই রুম হিটার রোদে বসিয়ে রাখলেই চার্জ হয়ে যাবে এবং রাত্রিবেলা ঘরকে খুব গরম করে রাখবে। তবে হিটারকে আপনি তিনটি মোডে ব্যবহার করতে পারেন। হাই মোড, লো মোড এছাড়া মিডিয়াম মোড। এই রুম হিটার বা সোলার হিটার শব্দহীন ভাবেই ঘরের তাপকে নিয়ন্ত্রণ রাখতে পারবে।

তবে এই সোলার হিটারকে মিডিয়াম মোডে রাখলেই স্বয়ংক্রিয়ভাবে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে। এই সোলার হিটারের দাম মাত্র ৬৫৪৮ টাকা। যা আপনি amazon-এ বিনামূল্যে বাড়িতে বসেই পেয়ে যাবেন। এছাড়া আপনি এই সোলার হিটার যে কোনো ঘরেই ব্যবহার করতে পারবেন।

Advertisements