নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে শুক্রবার ৮ মার্চ আন্তর্জাতিক মহিলা দিবসের দিন নতুন করে রান্নার গ্যাসের দাম (LPG Price) কমানোর ঘোষণা করা হলো। এবার আরও ১০০ টাকা দাম কমানোর ঘোষণা করা হয়েছে। নতুন করে দাম কমানোর ঘোষণার ফলে স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরেছে সাধারণ মানুষদের মধ্যে। নতুন করে দাম কমানোর পর চলুন দেখে নেওয়া যাক আপনার জেলায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারের জন্য কত টাকা খরচ করতে হবে।
১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ভারতীয়দের দুই ধরনের দাম দিতে হয়। যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় রয়েছেন তাদের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম অনেক কম দিতে হয়। অন্যদিকে যারা সাধারণ উপভোক্তাদের দাম অনেকটাই বেশি দামে সিলিন্ডার কিনতে হয়। সাধারণ উপভোক্তাদের তুলনায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের সিলিন্ডার প্রতি ৩০০ টাকা কম খরচ হয়ে থাকে।
সাধারণ উপভোক্তাদের বাঁকুড়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৪১ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৫৪১ টাকা।
সাধারণ উপভোক্তাদের বীরভূমে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৫২ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৫৫২ টাকা।
সাধারণ উপভোক্তাদের আলিপুরদুয়ারে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৫৬ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৫৫৬ টাকা।
সাধারণ উপভোক্তাদের কোচবিহারে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯০১ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৬০১ টাকা।
সাধারণ উপভোক্তাদের দক্ষিণ দিনাজপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯০১ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৬০১ টাকা।
সাধারণ উপভোক্তাদের দার্জিলিংয়ে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৫৬ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৫৫৬ টাকা।
সাধারণ উপভোক্তাদের হুগলিতে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৫২ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৫৫২ টাকা।
সাধারণ উপভোক্তাদের হাওড়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৩০.৫০ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৫৩০.৫০ টাকা।
সাধারণ উপভোক্তাদের জলপাইগুড়িতে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৫৬ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৫৫৬ টাকা।
সাধারণ উপভোক্তাদের ঝাড়গ্রামে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৩০.৫০ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৫৩০.৫০ টাকা।
সাধারণ উপভোক্তাদের কালিম্পংয়ে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৫৮.৫০ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৬৫৮.৫০ টাকা।
সাধারণ উপভোক্তাদের কলকাতায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮২৯ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৫২৯ টাকা।
সাধারণ উপভোক্তাদের মালদায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯০০ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৬০০ টাকা।
সাধারণ উপভোক্তাদের মুর্শিদাবাদে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৪৬.৫০ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৫৪৬.৫০ টাকা।
সাধারণ উপভোক্তাদের নদীয়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮২৯.৫০ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৫২৯.৫০ টাকা।
সাধারণ উপভোক্তাদের উত্তর ২৪ পরগনায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮২৯ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৫২৯ টাকা।
আরও পড়ুন ? LPG: রান্নার গ্যাসে ৩৬০০ টাকা ভর্তুকি, বড় ঘোষণা করে দিল কেন্দ্র সরকার
সাধারণ উপভোক্তাদের পশ্চিম বর্ধমানে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৪২.৫০ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৫৪২.৫০ টাকা।
সাধারণ উপভোক্তাদের পশ্চিম মেদিনীপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮২১.৫০ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৫২১.৫০ টাকা।
সাধারণ উপভোক্তাদের পূর্ব বর্ধমানে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৪২.৫০ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৫৪২.৫০ টাকা।
সাধারণ উপভোক্তাদের পুরুলিয়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৫৮ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৫৫৮ টাকা।
সাধারণ উপভোক্তাদের দক্ষিণ ২৪ পরগনায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮২৯ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৫২৯ টাকা।
সাধারণ উপভোক্তাদের উত্তর দিনাজপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯০১ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৬০১ টাকা।
সাধারণ উপভোক্তাদের পূর্ব মেদিনীপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮০৫ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় গ্যাস কানেকশন থাকলে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি এখন খরচ পড়বে ৫০৫ টাকা।