Paytm UPI: চিন্তার দিন শেষ করলো NPCI, ব্যবহার করা যাবে Paytm-র এই জনপ্রিয় পরিষেবা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতবর্ষের যে সকল ফিনটেক সংস্থা ব্যবসা করছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলো One97 Communications Limited (OCL)। এই সংস্থার Paytm দেশের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম না মানার জন্য তাদের পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল করার ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ১৫ মার্চ সেই লাইসেন্স বাতিল হচ্ছে এবং পেটিএম পেমেন্টস ব্যাংকের যাবতীয় কাজকর্ম বন্ধ হয়ে যাবে।

Advertisements

পেটিএম পেমেন্ট ব্যাংকের কোটি কোটি গ্রাহক এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গায় রয়েছেন। যারা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এমন ঘোষণায় স্বাভাবিকভাবেই অসুবিধার সম্মুখীন। যদিও পর্যাপ্ত সময় পাওয়ার পরিপ্রেক্ষিতে অধিকাংশ গ্রাহকরা প্রয়োজনীয় কাজ সেরে ফেলেছেন। তবে এসবের মধ্যেই চিন্তা বাড়ছিল পেটিএম-এর ইউপিআই (Paytm UPI) পরিষেবা নিয়ে। এবার এই বিষয়টি নিয়েই বিবৃতি দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)।

Advertisements

বর্তমানে বাজার ঘাটে দোকানে দোকানে গেলে লক্ষ্য করা যাবে, পেমেন্ট নেওয়ার জন্য বিভিন্ন দোকানে পেটিএম-এর কিউআর কোড এবং সাউন্ডবক্স রয়েছে। দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শিখরে থাকা এই সংস্থার এই সকল মাধ্যমগুলি এবার কি হবে তা নিয়ে ছিল প্রশ্ন। তবে এবার ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়ে দিল, পেটিএম থার্ড পার্টি অ্যাপ হিসাবে ব্যবসা চালাতে পারবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার এমন ঘোষণায় সংস্থার স্বস্তি ফেরার পাশাপাশি স্বস্তি ফিরেছে গ্রাহকদের মধ্যে।

Advertisements

আরও পড়ুন ? IIFL Finance: শুধু নয় Paytm, এবার RBI ব্যান করল এই আর্থিক সংস্থাকেও! আর সুবিধা পাবেন না গ্রাহকরা

কেননা ১৫ মার্চের আগেই NPCI এর এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে স্পষ্ট হয়ে গেল, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঘোষণা অনুযায়ী পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল হলেও থার্ড পার্টি অ্যাপ হিসাবে পেটিএম ইউপিআই পরিষেবা চালাতে পারবে। অর্থাৎ যে সকল গ্রাহকরা Paytm এর ইউপিআই, সাউন্ডবক্স ইত্যাদি ব্যবহার করে থাকেন তারা কোনভাবে অসুবিধার সম্মুখীন হবেন না।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই ঘোষণার পরিপ্রেক্ষিতে যে সকল গ্রাহকরা paytm অ্যাপ ব্যবহার করে ইউপিআই এর মাধ্যমে টাকা লেনদেন করতেন তারা আগের মতই করতে পারবেন। এছাড়াও দোকানদাররা আগের মতই খরিদ্দার থেকে কিউআর কোড স্ক্যান করে টাকা নিতে পারবেন। এক্ষেত্রে পেটিএম কেবলমাত্র থার্ড পার্টি অ্যাপ হিসাবে আপনার লেনদেনের ক্ষেত্রে মাধ্যম হিসেবে কাজ করবে।

Advertisements