‘কন্ডোমের দোকান খুলবেন সায়নী’, বিস্ফোরক অগ্নিমিত্রা পল

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের আগে একাধিক নেতা নেত্রীদের কুকথায় জর্জরিত হতে দেখা যাচ্ছে। ঠিক তেমনই এবার আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে কুকথায় শামিল হতে দেখা গেল। নাম না করে তিনি সায়নী ঘোষ প্রসঙ্গে বলেন, ‘২ তারিখের পর উনি কন্ডোমের দোকান খুলবেন’।

Advertisements

Advertisements

সায়নী ঘোষকে বিঁধতে গিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল বলেন, “উনি তো রাজনীতি জানেন না। না জানাই স্বাভাবিক। কারণ এতদিন সিনেমা করে এসেছেন। এরপর ২রা মে ভোটের রেজাল্ট বেরোনোর পর তিনি হয়তো কন্ডোমের দোকান খুলবেন বা অন্য কোনও প্রফেশনে যাবেন বা হয়তো সিনেমাটাই করবেন।”

Advertisements

এর পাশাপাশি তিনি খোঁচা দিয়ে বলেন, “সায়নী নিজেই জানেন না যে তিনি কোন দলের হয়ে প্রচার করছেন, কোন দলের প্রার্থী হয়েছেন। তাঁর না জানাটাই স্বাভাবিক। কারণ ২ বছর আগে এই মমতা বন্দ্যোপাধ্যায়েকেই তুলোধনা করেছিলেন নন্দন চত্বরে দাঁড়িয়ে। এখন টিকিট পেয়ে মমতা ব্যানার্জিকে গুরু মা ভাবছেন।” তবে অগ্নিমিত্রা পলের কন্ডোম মন্তব্য নিয়ে বিতর্কে ঝড় বইছে রাজ্য জুড়ে।

অন্যদিকে অগ্নিমিত্রা পলের এই মন্তব্যের পাল্টাতে ছাড়েননি তৃণমূল প্রার্থী সায়নী ঘোষও। তিনিও পাল্টা দেওয়ার সময় অগ্নিমিত্রা পলের বংশের কথা তুলেছেন। সায়নী ঘোষের কটূক্তি, “উনি এই ধরনের কথা বলে নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন, নিজের বংশপরিচয় দিচ্ছেন। পাশাপাশি তাঁর বেড়ে ওঠা কিভাবে তাও বোঝাচ্ছেন। যত দিন যাচ্ছে তত প্রকাশ্যে আসছে উনার নিম্নমানের রাজনীতি।”

[aaroporuntag]
প্রসঙ্গত, আগামী ২৬ এপ্রিল আসানসোল দক্ষিণ কেন্দ্রে রয়েছে ভোটগ্রহণ। সপ্তম দফার এই ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই বিজেপি এবং তৃণমূল যুযুধান তৈরি হচ্ছে একাধিক এলাকায়। পাশাপাশি এই সকল তৃণমূল ও বিজেপি নেতানেত্রী অথবা প্রার্থীদের লক্ষ্য করা যাচ্ছে এই সকল কুরুচিকর মন্তব্য শামিল হতে।

Advertisements