নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের (West Bengal Government) তরফ থেকে গত কয়েক মাস ধরে বিভিন্ন ক্ষেত্রে কর্মীদের জন্য নতুন নতুন উপহার তুলে দেওয়া হচ্ছে। কারো বেতন বৃদ্ধি, তো কাউকে আবার অন্য কোন সুবিধা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদেরও ভাতা বৃদ্ধি করা হচ্ছে সরকারের তরফ থেকে। আর এবার এই তালিকায় নাম উঠলো শিক্ষাবন্ধুদের (Shiksha Bandhu)।
মূলত লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগী এবং সরকারের স্থায়ী বা অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করে তাদের আরও কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এসবের ক্ষেত্রেই এবার মাসের শেষে শিক্ষাবন্ধুরা ৪০ শতাংশ বেশি বেতন (Shiksha Bandhu Salary Hiked) হাতে পাবেন।
৪০ শতাংশ যে বেতন বৃদ্ধি করা হচ্ছে তা অবশ্য নতুন নয়। শিক্ষাবন্ধুদের বর্ধিত বেতনের জন্য অনুমোদন ২০১৮ সালেই দেওয়া হয়েছিল। কিন্তু তা দীর্ঘদিন পেরিয়ে গেলেও কার্যকর হয়নি। কার্যকর না হওয়ার কারণে দীর্ঘদিন ধরেই শিক্ষাবন্ধুদের সংগঠনের তরফ থেকে আন্দোলন চালানো হচ্ছিল। অবশেষে সেই বর্ধিত বেতনেরই মঞ্জুর করা হয়েছে রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে এবং এর ফলেই আগের তুলনায় চল্লিশ শতাংশ বেতন বেশি পাবেন রাজ্যের শিক্ষাবন্ধুরা।
পশ্চিমবঙ্গের মোট ৩৩৩৭ জন শিক্ষাবন্ধু রয়েছেন। এই বিপুল সংখ্যক শিক্ষাবন্ধুরা রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে বর্ধিত বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ফলে উপকৃত হবেন। এর জন্য রাজ্য সরকারের খরচ হবে ৯ কোটি ১৯ লক্ষ টাকা। শিক্ষাবন্ধুরা রাজ্যের বিভিন্ন এলাকার পড়ুয়া, অভিভাবক, শিক্ষক এবং পরিচালন সমিতির সঙ্গে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগসূত্র ও সখ্যতা বজায় রেখে আর্থ সামাজিক থেকে শুরু করে শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
শিক্ষাবন্ধুদের বেতন বৃদ্ধি নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে তারা নতুন হারে বেতন হাতে পেতে শুরু করবেন আগামী ১ এপ্রিল থেকে। তারা আগে ৫৯৫৪ টাকা করে হাতে পেতেন এবং এখন প্রায় ৪০% বেড়ে তা হচ্ছে ৮৩৩৫ টাকা। অর্থাৎ শিক্ষা বন্ধুরা এবার থেকে ২৩৮১ টাকা করে বাড়তি পাবেন। রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া নতুন এই ঘোষণার পর জানিয়েছেন, দীর্ঘ লড়াইয়ের পর আজ শিক্ষাবন্ধুরা সুবিচার পাচ্ছেন।