5G অতীত, বাজারে আসছে 6G, সময়সীমা জানিয়ে দিল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : টেলিকম জগতে ভারত যেভাবে দিন দিন বৈপ্লবিক পরিবর্তন আনছে তা রীতিমতো অবাক করছে বিশ্বকে। 2G থেকে 3G, আর 3G থেকে 4G তে পা রাখতে যে সময় লেগেছিল সেই জায়গায় 4G থেকে 5G তে পদার্পণ করতে সময় লাগে মাত্র কয়েক বছর। আর এবার এসবও অতীত হতে চলেছে। কারণ খুব তাড়াতাড়ি লঞ্চ হবে 6G।

প্রযুক্তিগত দিক দিয়ে যুগান্তকারী এই সকল পরিবর্তন আসার ফলে সব দিক দিয়েই উন্নত হচ্ছে দেশ। বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে এমন প্রযুক্তিগত উন্নতি ত্বরান্বিত করছে দেশের উন্নয়নকে। এর পাশাপাশি সাধারণ মানুষদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও আমূল পরিবর্তন আনছে এমন বৈপ্লবিক সব পরিবর্তন। আর কেন্দ্রে তরফ থেকে এই পরিবর্তন আরও ত্বরান্বিত করে মানুষের কাছে ভালো পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপিয়ে পড়তে দেখা যাচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে গত ২২ মার্চ শুরু হয় 6G টেস্টিংয়ের আনুষ্ঠানিক সূচনা। এদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি প্রকাশ করেন ‘6G ভিশন ডকুমেন্ট’। এর ফলে 6G Test Bed কেবলমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। শুধু মনে করা নয়, পাশাপাশি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের মন্তব্যে এমনটাই স্পষ্ট।

5G পরিষেবার রোল আউটের ক্ষেত্রে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ভারত এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, মাত্র ১২০ দিনের মধ্যে ১২৫ টি শহরে 5G পরিষেবা চালু হয়েছে। এখন দেশের ৩৫০ টির বেশি শহরে পৌঁছে গিয়েছে এমন অত্যাধুনিক পরিষেবা। এর পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন, কবে দেশে 6G পরিষেবা চালু হবে তার বিষয়েও।

6G পরিষেবা চালুর বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, 5G সারাদেশে রোলা আউট হয়ে যাওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই 6G পরিষেবার দিকে এগিয়ে যাবে দেশ। 6G টেস্ট বেডের মাধ্যমে অ্যাকাডেমিক প্রতিষ্ঠান, শিল্প, স্টার্টআপ সহ শিল্প ক্ষেত্রের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা হবে। কিভাবে তা প্রদান করা হবে তার একটি রোড ম্যাপ তৈরি করা হচ্ছে পরিষেবা সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে আলোচনা করে।