রাজ্যের যেকোনো জায়গায় রেশন মিলতে বাধ্যতামূলক করা হচ্ছে এই কাজ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানের রেশন কার্ড ভারতীয় নাগরিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথিতে পরিণত হয়েছে। ভারতের প্রতিটি রাজ্যের পাশাপাশি এই রেশন কার্ডের গুরুত্ব বেড়েছে পশ্চিমবঙ্গেও। বর্তমান করোনাকাল এবং এই করোনাকালের কারণে জারি হওয়া কঠোর বিধি নিষেধ বা লকডাউনে খাদ্য সুরক্ষার ক্ষেত্রে রেশন সামগ্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। যে কারণে রেশন এবং রেশন কার্ড সম্পর্কিত একাধিক পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে কেন্দ্র এবং রাজ্যকে।

Advertisements

Advertisements

সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হয়েছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রেশন দোকানে না গিয়েই রেশন সামগ্রী পাবেন উপভোক্তারা। পাশাপাশি সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী দিনে এমন ব্যবস্থা আনা হচ্ছে যাতে রাজ্যের যে কোন জায়গা থেকেই রেশন সামগ্রী পাবেন গ্রাহকরা। অর্থাৎ আপনাকে আপনার এলাকার রেশন ডিলারের থেকেই রেশন তুলতে হবে এমনটা বাধ্যতামূলক নয়। তবে এই দুয়ারে রেশন এবং রাজ্যের যেকোনো জায়গায় রেশন তোলার সুবিধা পেতে হলে বাধ্যতামূলক একটি কাজ।

Advertisements

রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, “রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করালে তবেই রাজ্যের যেকোনো জায়গায় রেশন সামগ্রী পাবেন উপভোক্তারা। রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করালে এই ব্যবস্থায় আরও স্বচ্ছতা আসবে। আধার লিঙ্ক করার পর কোন উপভোক্তা যদি নিজের ঠিকানায় না-ও থাকেন সে ক্ষেত্রেও তার রেশন সামগ্রী পেতে অসুবিধা হবে না। এমনকি কার্ডের ঠিকানা না বদলেও ওই উপভোক্তা তার নিকটবর্তী যেকোনো রেশন দোকান থেকে রেশন সামগ্রী তুলতে পারবেন।”

পাশাপাশি খাদ্যমন্ত্রী এটাও জানান, রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করা হলে কোন মৃত ব্যক্তির নামে রেশন সামগ্রী তোলা হচ্ছে কিনা তাও সহজে সনাক্ত করা যাবে। সুতরাং এই পদ্ধতি চালু হওয়া খুবই জরুরী।

Advertisements