Rainfall South Bengal: ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! টানা দু’দিন তরতাজা মৌসুমী বায়ু কাঁপাবে দক্ষিণবঙ্গের ১৫ জেলা

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : জুন মাস পেরিয়ে জুলাই মাস শুরু হয়ে গেলেও এখনো দক্ষিণবঙ্গে বিপুল পরিমাণে বৃষ্টির ঘাটতি রয়েছে। আসলে টানা তাপপ্রবাহ এবং তীব্র গরমের পর যে পরিমাণ বৃষ্টির প্রয়োজন ছিল তার ছিটেফোঁটাও দেখা যায়নি দক্ষিণবঙ্গে (South Bengal)। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই পরিস্থিতি দিনের পর দিন খারাপ হচ্ছে দক্ষিণবঙ্গের। তবে এবার কিছুটা হলেও রেহাই মিলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। কেননা দক্ষিণবঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস (Rainfall South Bengal)।

দক্ষিণবঙ্গের এমন খরা কাটতে চলেছে মূলত জোড়া ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের উপর ভর করে। মোটামুটি রবিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এসবের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ধীরে ধীরে দক্ষিণবঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু আর মৌসুমী বায়ু সক্রিয় হতে বেড়েছে বৃষ্টির পরিমাণ। বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার পারদও কমেছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। পূর্বাভাস অনুযায়ী বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। পূর্বাভাসে জানানো হয়েছে, জুলাই মাসের শুরুতেই দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির এমন অনুকূল পরিবেশ তৈরি হয়েছে মূলত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপটির অবস্থানের কারণে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত। এছাড়াও উত্তরপ্রদেশ থেকে নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে।

আরও পড়ুন 👉 Central Govt Employees Salary: যেকোনো সময় হতে পারে বড় ঘোষণা, যেকোনো সময় বেতন বৃদ্ধির খবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা

এই তিন সিস্টেমের প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে। কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি চলবে এবং কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাসে। সোমবারের পাশাপাশি আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে জানানো হয়েছে, বৃষ্টি না হলেই কিন্তু গরম বাড়তে দেখা যাবে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এবং নদীয়ায়। বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ১৫ জেলায় আর সেই জেলাগুলি হল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া।