নিজস্ব প্রতিবেদন : নিয়োগ দুর্নীতির তদন্তের পাশাপাশি এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তেড়েফুঁড়ে নেমেছে রেশন দুর্নীতি থেকে শুরু করে পুরনিয়োগ দুর্নীতিতে। আর এই সব দুর্নীতির তদন্ত করতে নামতেই ইতিমধ্যেই গ্রেফতার রাজ্যের মন্ত্রি জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) সহ প্রভাবশালী বেশ কয়েকজন। বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে সাত সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা হানা দেওয়ার পর টানা ২১ ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে এবং শেষমেশ ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর এই মুহূর্তে কারা কারা রয়েছেন ইডির স্ক্যানারে?
জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর ইডির স্ক্যানারে এখন রয়েছে লম্বা তালিকা। সেই তালিকা অনুযায়ী একে একে ডাক পড়তে পারে তাদের বলেও জানা যাচ্ছে সূত্র মারফত। এক্ষেত্রে প্রথমেই নাম উঠে আসছে উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের এক পদাধিকারীর। একদা ছাত্র পরিষদ করতেন তিনি বলেও জানা যাচ্ছে। তার সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলার প্রাক্তন এক সভাপতির ঘনিষ্ঠতা ছিল এবং যে কারণে তিনি নাকি কাউকে কাউকে কাউন্সিলারের টিকিটও জোগাড় করে দিয়েছিলেন বলেও জানা যাচ্ছে সূত্র মারফত।
সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে তালিকায় রয়েছেন হাবরার এক তরুণ কাউন্সিলর। তিনি ছাত্র রাজনীতিও করে থাকেন। তার সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মাখামাখি থাকার কারণে রাতারাতি তার আর্থিক এবং সামাজিক সম্মানের পরিবর্তন আসে। এছাড়াও এই তালিকায় রয়েছেন একজন আইনজীবীও, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। ওই আইনজীবীর বাড়িতে নাকি অহরহ যাতায়াত ছিল বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।
সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে তালিকায় রয়েছেন বিধান নগর এলাকার এক প্রাক্তন কাউন্সিলর। যাকে গত কয়েক বছর ধরেই মন্ত্রীর সঙ্গে ছায়ার মতো থাকতে দেখা গিয়েছে। এছাড়াও হাবরা এলাকার বেশ কয়েকজন কাউন্সিলর এই তালিকায় রয়েছেন বলেও সূত্রের খবর। তাদের ডাক পড়লেও পড়তে পারে বলেও জানা যাচ্ছে।