Hanuman in Ram Mandir: রামকে দেখেই ছুটে গেলেন কাছে! হনুমানের কীর্তি দেখে অবাক নেট দুনিয়া

Prosun Kanti Das

Published on:

Advertisements

After Ayodhya, Hanuman was seen again at a Ram Mandir: প্রাচীন ঐতিহ্যপূর্ণ মহাকাব্য রামায়ণের প্রধান চরিত্র রাম হলেও অপর যে চরিত্র গুলি আমাদের দৃষ্টি আকর্ষণ করে তাদের মধ্যে অন্যতম হলেন হনুমান। রামায়ণের কাহিনী পড়তে গেলে হনুমানের বীরত্ব দেখে অবাক হতেই হয়। তিনি শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। রাবণের কাছে বন্দী সীতা মাতাকে উদ্ধার করে আনার জন্য রামচন্দ্রের যে প্রয়াস, তার মূল কান্ডারী ছিলেন হনুমান। হনুমান হলেন অষ্ট চিরঞ্জীবীর মধ্যে একজন। তাই আজও তাকে দৃশ্যমান দেবতা হিসেবে পুজো করা হয়।

Advertisements

গত ২২শে জানুয়ারি উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দিরের। সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার পরের দিনই মন্দির প্রাঙ্গণে দেখা মিলেছিল রাম ভক্ত হনুমানের। অযোধ্যার রামলালার মন্দির প্রাঙ্গণের সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আবারও সোশ্যাল মিডিয়ায় দেখা গেল অন্য এক স্থানে হনুমানের রাম ভক্তির ভিডিও। সেই ভিডিওতে আবার দেখা গেল, একটি হনুমান রাম মন্দিরে এসে শ্রী রামের জন্য নৈবেদ্য হিসেবে রাখা কলা সহ অন্যান্য প্রিয় ফল ও খাবার না ছুঁয়ে সোজা শ্রী রামের বেদীতে উঠে রামচন্দ্রের মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করছে।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখতে পাওয়া যায় একটি রাম মন্দিরে ভগবান শ্রী রামের পুজো চলছে। পুরোহিতরা সহ অনেক ভক্তবৃন্দ উপস্থিত আছেন সেই মন্দিরে। হঠাৎ করেই সেখানে এসে হাজির হয় এক হনুমান (Hanuman in Ram Mandir)। স্বাভাবিক ভাবেই হঠাৎ করে বন্য প্রাণীটিকে দেখতে পেয়ে অস্বস্তি বোধ করতে শুরু করেন সেখানে উপস্থিত থাকা পুরোহিত সহ অন্যান্যরাও। কিছুটা ভীত হয়েই তারা হনুমানের কাছ থেকে উঠে সরে যান। কিন্তু হনুমানটি বসে থাকে সেখানেই।

Advertisements

আরও পড়ুন ? Ramlalla AI Video: মুখে মৃদু হাসি, পড়ছে চোখের পলক! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রামলালার নতুন ভিডিও ঘিরে জল্পনা

পুজোর জায়গায় কয়েক সেকেন্ড হনুমানটি বসে থাকার পর সোজা উঠে যায় শ্রী রামের বেদীর উপর। শ্রী রামচন্দ্রের পুজোর জন্য নিবেদন করা নৈবেদ্য হিসাবে সেখানে সাজানো ছিল কলা, অন্যান্য ফল ও নানা ধরনের খাবার। কিন্তু এগুলির কিছুতেই মুখ দেয়নি সে। রামের মূর্তির সামনে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকে সেই হনুমানটি। এর পর হঠাৎ করেই সেখানে উপস্থিত থাকা প্রতিটি মানুষকে অবাক করে রামের মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করে সে। এরপর ধীরে ধীরে হনুমানটি চলে যায়।

তবে রাম ভক্ত হনুমানের এই আশ্চর্যজনক ঘটনা অযোধ্যার নয়। একজন নেটিজেন দাবি করেছেন ২২শে জানুয়ারি অর্থাৎ যে দিন অযোধ্যা রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়, সে দিন লোনাভালার রাম মন্দিরে হনুমানের (Hanuman in Ram Mandir) এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে। বন্য প্রাণী হয়েও সামনে খাবার দেখে তা স্পর্শ করেনি সে। বরং প্রভু রামকে প্রণাম করেই চলে গেছে সেই স্থান থেকে। তার এই কান্ড সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে।

Advertisements