নিজস্ব প্রতিবেদন : বর্তমানে শহর থেকে শহরতলী এলাকায় দিন দিন বেড়ে চলেছে ওলা, উবেরের (Ola Uber) মতো বিভিন্ন ক্যাব পরিষেবার। এই সকল পরিসেবার মধ্য দিয়ে সাধারণ মানুষেরা নিজেদের মোবাইল থেকে ক্যাব বুকিং করে খুব সহজে এবং স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছে যান। স্বাভাবিকভাবেই এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাওয়ার পিছনে এই সকল কারণ রয়েছে।
অন্যদিকে এই ধরনের ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি দিন দিন তাদের পরিষেবাকে আরও জনপ্রিয় করে তোলার জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন ব্যবস্থা আনছে। আর সেই সকল ব্যবস্থার মধ্য দিয়ে এবার তারা সাবস্ক্রিপশন (Ola Uber Subscription) ব্যবস্থা নিয়ে এলো। ওলা এবং উবের দুই সংস্থার তরফ থেকেই এমন সাবস্ক্রিপশন ব্যবস্থা আনা হয়েছে। এই সাবস্ক্রিপশন ব্যবস্থা আনার ফলে কমিশনের দিন শেষ হতে চলেছে আর এর ফলে অনেক বেশি উপকৃত হবেন চালকরা।
ওলা ও উবের সহ বিভিন্ন যে সকল cab পরিষেবা প্রদানকারী সংস্থা রয়েছে তাদের আওতায় থাকা যানবাহনের সারাদিনের ভাড়ার উপর ভিত্তি করে নির্দিষ্ট পরিমাণ কমিশন দিতে হয় সংস্থাকে। কিন্তু এবার এই দুই সংস্থার তরফ থেকে অটোচালকদের জন্য সাবস্ক্রিপশন ব্যবস্থা আনার ফলে যে সকল অটোচালকরা সাবস্ক্রিপশন নেবেন তাদের আর কমিশন দিতে হবে না। নতুন এই ব্যবস্থার ফলে একবার সাবস্ক্রিপশন নেওয়ার পর যত খুশি ভাড়া তোলা যেতে পারে, আর প্রত্যেক ধরার জন্য আলাদা আলাদা করে কমিশন দেওয়ার কোন দরকার নেই।
আরও পড়ুন ? Kolkata Bus Service: মাথায় হাত বাসিন্দাদের! কলকাতা থেকে উধাও হয়ে যেতে পারে ৫০ শতাংশ বাস
নতুন যে সাবস্ক্রিপশন পদ্ধতি চালু করা হয়েছে, সেই সাবস্ক্রিপশন পদ্ধতি প্রতিদিনের ভিত্তিতে অথবা সপ্তাহের ভিত্তিতে নিতে পারবেন চালকরা। এক্ষেত্রে একবার সাবস্ক্রিপশন করার পর আর রাইড হিসাবে গুণে গুণে কমিশন নেবে না ক্যাব সংস্থাগুলি। এই পরিষেবা ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরে চালু হয়ে গিয়েছে। আগামী দিনে অন্যান্য শহরগুলিতেও চালু করা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ।
সংস্থার তরফ থেকে যে সাবস্ক্রিপশন পদ্ধতি আনা হয়েছে সেই পদ্ধতিতে চালকরা অনেক ক্ষেত্রেই বেশি মুনাফার মুখ দেখবেন বলে মনে করা হচ্ছে। আবার এই পদ্ধতিতে চালকদের লোকসান হওয়ার ভয়ও রয়েছে। কারণ না কোন সময় সাবস্ক্রিপশন মূল্য দিয়ে দেওয়ার পর যদি পর্যাপ্ত রাইড না পাওয়া যায় তাহলে কমিশন পদ্ধতির তুলনায় বেশি টাকা খরচ করতে হতে পারে চালকদের।