নিজস্ব প্রতিবেদন : এপ্রিল মাসে টানা ২০ দিন তাপপ্রবাহ, তারপর মুক্তি। মাঝে বৃষ্টি হলেও আবারও কখনো গরম কখনো বৃষ্টি, আবার কখনো ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে কাটিয়েছে দক্ষিণবঙ্গ। গতকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাব থাকলেও মঙ্গলবার সকাল থেকেই সেই প্রভাব পুরোপুরি ভাবে কেটে গিয়েছে। আর ঘূর্ণিঝড় রেমালের খেলা শেষ হতেই ফের তরতড়িয়ে বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রার (South Bengal Temperature) পারদ।
সোমবার যেখানে বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, সেই জায়গায় মঙ্গলবার এই সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে কলকাতায় সোমবার যেখানে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ২৬.৬° সেলসিয়াস, সেই জায়গায় মঙ্গলবার থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য জেলাগুলির ক্ষেত্রেও মঙ্গলবার থেকেই সর্বোচ্চ তাপমাত্রার পারদ তরতরিয়ে বাড়তে শুরু করবে বলেই হাওয়া অফিসের তরফ থেকে জানা যাচ্ছে।
পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ গত কয়েকদিন ধরে ঘূর্ণিঝড় সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে তাপপ্রবাহের মতো হাত থেকে রক্ষা পেলেও দেশের (India Temperature) মধ্যভাগ, উত্তর-পশ্চিম এবং উত্তর ভাগে কিন্তু এখনো সমানভাবে চলছে তাপপ্রবাহ। এক্ষেত্রে ওই সকল এলাকার এমন কিছু রাজ্য রয়েছে যেগুলিতে স্থান বিশেষে সর্বোচ্চ তাপমাত্রা ৫০ ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে গিয়েছে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে রাজস্থান। তবে এসবের মধ্যে আশার আলো ৩১ মে। কেননা ঐদিন কেরল দিয়ে বর্ষার আগমন হবে। বর্ষার আগমন হলে সেই গরম আর পড়বে না বলেই আশা করা হচ্ছে।
আরও পড়ুন ? School Reopen Date Extended: ৩ জুন নয়, ৫ জনুও নয়! বেড়ে গেল গরমের ছুটি, স্কুল খুলবে এই দিন
তবে বর্ষার আগমনে যখন স্বস্তি পাওয়ার বিষয়ে আশা করছেন দেশের মানুষেরা, সেই সময় চরম অস্বস্তির খবর দিল মৌসম ভবন। মৌসম ভবনের সেই খবর রীতিমতো আতঙ্কের। কেননা মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছে, জুন মাসে দেশের সিংহভাগ তাপপ্রবাহে পুড়বে। রেহাই পেতে পারে কেবলমাত্র দক্ষিণ ভারত, আর তার সঙ্গে সঙ্গে পূর্ব ও উত্তর-পূর্বের কিছু কিছু জায়গা। সবচেয়ে বেশি তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে।
বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে যেখানে অন্যান্য বছর তাপপ্রবাহ এবং তীব্র গরম থেকে রক্ষা পাওয়া যায়, এই বছর কিন্তু সেই রকম কোন স্বস্তির পূর্বাভাস মিলছে না হাওয়া অফিসের তরফ থেকে। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পরিস্থিতিও খুব একটা ভালো থাকবে তা নয়। কেননা মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে এবং পূর্বাভাস থেকে যা জানা যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে আগামী বেশ কয়েকটা দিন।