‘দুয়ারে বিয়ে’ অতীত! এবার রাজ্যে চালু হচ্ছে তৎকাল বিয়ে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ছেলে মেয়েদের বিয়ে (Marriage) দিতে গিয়ে যেখানে এখন কার বাবা মা এদের সর্বস্বান্ত হতে হয়, সেই জায়গায় স্বস্তি দিতে মাস কয়েক আগেই রাজ্য সরকার চালু করেছিল ‘দুয়ারে বিয়ে’ (Duare Marriage)। যে প্রকল্পের মাধ্যমে খুব সহজেই মাত্র ৫০০ টাকায় নিকটবর্তী রেজিস্ট্রি অফিসে বিয়ে করা সম্ভব। তবে এবার এই প্রকল্পকে ছাপিয়ে রাজ্যে চালু হতে চলেছে তৎকাল বিয়ে (Tatkal Marriage)।

Advertisements

যুগলদের ঝক্কি কমানোর জন্য এবার রাজ্য সরকারের তরফ থেকে নতুন এই প্রকল্প চালু করা হচ্ছে বলে জানা গিয়েছে। এই ধরনের একটি প্রকল্প এর আগে দিল্লিতে চালু রয়েছে। তবে দিল্লির পর প্রথম বাংলায় এমন প্রকল্প চালু হতে চলেছে। এই প্রকল্প চালু হলে রাজ্যের বহু যুবক যুবতী অনেক উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে।

Advertisements

নতুন এই প্রকল্প চালু হওয়ার পর সামাজিক বিয়ে হওয়ার পর একদিনের মধ্যেই রেজিস্ট্রি (Marriage Registry) করে নেওয়া সম্ভব হবে। বর্তমানে যে নিয়ম চালু রয়েছে তাতে সামাজিক বিয়ে হওয়ার পর রেজিস্ট্রি করার জন্য প্রায় এক সপ্তাহ বা তার বেশি সময় লেগে যায়। কিন্তু এবার নতুন এই প্রকল্প চালু হলে আর সাত দিন বা আট দিন অপেক্ষা করতে হবে না। একেবারে এক দিনেই রেজিস্ট্রি করা সম্ভব হবে।

Advertisements

বর্তমানে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী যদি কোন যুগল সামাজিক বিয়ের সঙ্গে সঙ্গেই রেজিস্ট্রি করতে চান তাহলে তাদের অন্ততপক্ষে একমাস আগে আবেদন প্রক্রিয়া সেড়ে রাখতে হয়। কিন্তু নতুন নিয়ম অর্থাৎ তৎকাল বিয়ে নামে যে প্রকল্প চালু হতে চলেছে তাতে এই ক্ষেত্রে পুরোপুরি বদল এনে দেবে। তবে এই নিয়ম চালু হচ্ছে কেবলমাত্র হিন্দু অ্যাক্টে বিয়ের ক্ষেত্রেই।

নতুন এই প্রকল্প চালু হলে অনেকেই দারুণ ভাবে উপকৃত হবেন। বিশেষ করে যারা কর্মসূত্রে অন্য রাজ্যে অথবা বিদেশে থাকেন তারা সবচেয়ে বেশি উপকৃত হবেন। কারণ তাদের বিয়ের পর আর রেজিস্ট্রি করার জন্য ৭-৮ দিন অপেক্ষা করতে হবে না। বিয়ে ঠিক পর তিনি তারা রেজিস্ট্রি করে নিতে পারবেন এবং একটি বড় ঝামেলা থেকে মুক্তি পাবেন।

Advertisements