IAS Bratati Dutta: তিন বছরের চেষ্টায় UPSC ক্র্যাক! বাংলার গর্ব সাদামাটা ব্রততী

Prosun Kanti Das

Published on:

Advertisements

After failing three years Bratati Dutta from Ashoknagar became IAS: উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর এলাকার মধ্যবিত্ত পরিবারের মেয়ে ব্রততী দত্ত (IAS Bratati Dutta)। সম্প্রতি সর্বভারতীয় পরীক্ষা ইউপিএসসি ক্র্যাক করেন তিনি। ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষায় তিনি র‍্যাঙ্ক করেছেন ৩৪৬ তম। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা মেয়েটি স্বপ্ন দেখেছিল আইএএস অফিসার হবার। অনেক ব্যর্থতার পর তিন বারের চেষ্টায় শেষ পর্যন্ত তার স্বপ্ন পূরণ হয়েছে। এই খুশির খবরে আনন্দিত তিনি ও তার পরিবারসহ গোটা রাজ্য।

Advertisements

বাঙালি অলস, বাঙালি সর্বভারতীয় স্তরে কিছু করতে পারবে না। এই কথাটা অনেকের মুখে শুনতে পাওয়া যায়। সেই সমস্ত অযোগ্য ব্যক্তিকে যোগ্য জবাব দিয়ে, বাঙালির বদনামকে ঘুচিয়ে দিয়েছেন তিনি। তার বাবা গৌড় হরি দত্ত পেষায় একজন কম্পাউন্ডার। এক চিকিৎসকের চেম্বারে কম্পাউন্ডার হিসেবে বহুদিন ধরে কাজ করছেন তিনি। তবে ব্রততীর মা রাজ্য সরকারের কর্মচারী। একান্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন ব্রততী দত্ত (IAS Bratati Dutta)। অভাব, অনটন একাধিক সমস্যার মাঝেই অনেক বড় একটা স্বপ্ন লালন পালন করছিলেন ব্রততী। আজ তার সেই স্বপ্ন পূরণ হয়েছে।

Advertisements

শৈশবে উত্তর ২৪ পরগনার হাবরা এলাকার নবোদয় স্কুলে পড়াশোনা করেছেন তিনি। এরপর কৃষিবিদ্যা নিয়ে স্নাতক হন বিশ্বভারতী থেকে। স্নাতক হবার পর স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের জন্য উড়িষ্যার এগ্রিকালচার এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে যোগদান করেন। স্নাতকোত্তর পড়াশোনা করতে গিয়ে ইউপিএসসি সম্বন্ধে স্বচ্ছ ধারণা তৈরি হয় তাঁর। ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাটিতে উত্তীর্ণ হয়ে আইএএস অফিসার হওয়াই তাঁর একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। সেই মতো কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে প্রস্তুতি নিতে থাকেন ব্রততী দত্ত (IAS Bratati Dutta)।

Advertisements

আরও পড়ুন ? Rimita Saha UPSC: ছেড়ে দিয়েছেন একের পর এক চাকরি! বাংলার সেই রিমিতাই UPSC ক্র্যাক করে গড়লেন নজির

স্নাতকোত্তর পড়াশোনার সময় ২০২১ সাল থেকে তিনি ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন। প্রথমবার ব্যর্থতা আসার পর ভর্তি হন সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে। প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে এই সেন্টারে ভর্তি নেওয়া হয় ছাত্র-ছাত্রীদের। মূলত এখান থেকেই সব থেকে বেশি সাহায্য পেয়েছেন ব্রততী দত্ত (IAS Bratati Dutta)। স্টাডি সেন্টারে ভর্তি হবার পর নিজেকে তৈরি করার লড়াইয়ে নিমজ্জিত থেকেছেন তিনি। অনেক কঠোর পরিশ্রমের পর সাফল্য এসেছে তার জীবনে। স্বপ্নকে ছোঁয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছেন ব্রততী দত্ত।

স্বপ্ন ছিল আইএএস অফিসার হবার। সেই স্বপ্ন পূরণ হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আর এক মাসের মধ্যেই আইএএস অফিসার হিসেবে তাঁর দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। ব্রততী দত্ত (IAS Bratati Dutta) ছাড়াও আরো একজন আইএএস অফিসার হয়েছেন এই পশ্চিমবঙ্গ থেকে, তার নাম অনুষ্কা। শ্রীরামপুরের অনুষ্কা ইউপিএসসিতে র‍্যাঙ্ক করেন ৪২৬। যারা ইউপিএসসি ক্র্যাক করার স্বপ্ন দেখছেন, তাদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে বাংলার দুই কন্যা অনুষ্কা ও ব্রততী।

Advertisements