Central Government Employees: ৪% DA অতীত! এবার আরও এক খাতে হুট করে ৫০% ভাতা বাড়িয়ে দিল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় সরকারী কর্মচারী হওয়া মানেই এখন লাভ আর লাভ। কেননা গত কয়েক মাস ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employees) জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে একের পর এক এক ঘোষণা করা হচ্ছে। DA থেকে শুরু করে বিভিন্ন খাতে সরকারের তরফ থেকে নানান সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।

লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে একের পর এক নতুন ঘোষণা করা হবে তা নিয়ে আগেই টের পাওয়া গিয়েছিল। আর সেই মতোই ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার ঠিক আগেই DA ৪ শতাংশ বৃদ্ধি করে ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশ করা হয়। এর পাশাপাশি বকেয়া DA দেওয়ারও ঘোষণা করে দেওয়া হয়েছে।

তবে শুধু ডিএ নয়, পাশাপাশি এইচআরএ অর্থাৎ বাড়ি ভাড়া হিসাবেও ১ শতাংশ থেকে ৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। আবার যদি বলা হয় এই দুই বৃদ্ধিতেই শেষ, তাও কিন্তু নয়। কেননা এর পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে বৃদ্ধি করা হয়েছে শিশুদের শিক্ষার জন্য ভাতা, ঝুঁকিপূর্ণ ভাতা, নাইট ডিউটি অর্থাৎ রাত্রিকালীন কাজ করার জন্য ভাতা, ওভার ডিউটি অর্থাৎ সময়ের বাইরেও কাজ করার ভাতা, এছাড়াও বৃদ্ধি করা হয়েছে বিশেষ ভাতা।

আরও পড়ুন 👉 Highest Alcohol Addicted State: সবচেয়ে বেশি মদ পান করেন ভারতের ছত্তিশগড়ের বাসিন্দারা, কত নম্বরে বাংলা

শুধু এই কয়েকটি ভাতার কথা ধরলেই সাতটি ভাতা বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। তবে লোকসভা নির্বাচনের আগে উপহার স্বরূপ কেবলমাত্র এই সাতটি ভাতা বৃদ্ধি করা হয়েছে তা নয়। এছাড়াও পার্লামেন্ট অ্যাসিস্ট্যান্টদের যে বিশেষ ভাতা দেওয়া হয় তাও বৃদ্ধি করা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো এই ভাতা ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই সকল সেক্টরে যারা রয়েছেন তাদের মুখেও হাসি ফুটিয়েছে কেন্দ্র।

আগে পার্লামেন্ট অ্যাসিস্ট্যান্টদের যে বিশেষ ভাতা দেওয়া হতো তা ছিল ১৫০০ টাকা। এই ভাতা এখন ৫০ শতাংশ বৃদ্ধি করার ফলে তা বেড়েছে ৭৫০ টাকা। অর্থাৎ এখন এই স্পেশাল ভাতা হিসাবে পাওয়া যাবে ২২৫০ টাকা। অন্যদিকে ইউডিসির ভাতা আগে যেখানে ১২০০ টাকা ছিল, তাদেরও ৬০০ টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে এবং এখন তারা পাবেন ১৮০০ টাকা। অন্ততপক্ষে ১৫ দিনের জন্য সংসদ আহবান করা হলেই এই ভাতা পাওয়া যাবে।