Travel Allowance: রাজ্য সরকারি কর্মীদের লাগল লটারি! DA বাড়ানোর পর এবার এই খাতে টাকা দেওয়ার ঘোষণা

Prosun Kanti Das

Published on:

Advertisements

After increasing the DA the announcement to pay the Travel Allowance: বেসরকারির তুলনায় সরকারি কর্মচারীরা নানান সুযোগ সুবিধা উপভোগ করে থাকে। বিশেষ দিনের ছুটিসহ নিজেদের প্রয়োজন বা দরকারে ছুটি নেওয়ারও সুযোগ থাকে। শুধু তাই না, ঘুরতে গেলেও সরকার তরফে ভ্রমণ ভাতা দেওয়া হয় রাজ্য সরকারি কর্মচারীদের। এবার সেই ভ্রমণ ভাতা (Travel Allowance) নিয়েই এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। যেখানে বিশেষ দুটি নিয়মে পরিবর্তন আনল রাজ্য সরকার। কি সেই দুই নিয়ম? কি পরিবর্তন করা হল?

Advertisements

প্রসঙ্গত, বর্তমানে দুর্দান্ত সময় যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের। তাদের কাছে পৌঁচ্ছে যাচ্ছে একাধিক সুখবর। বেশ কিছু মাস আগেই তাদের DA বৃদ্ধির ঘোষণা করেছিল সরকার। তবে এবার সেই কর্মচারীদের জন্যই ভ্রমণ ভাতার (Travel Allowance) ক্ষেত্রে ঘোষণা করা হলো বিশেষ কিছু নিয়ম। যা অর্থ দপ্তর তরফে বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হয়েছে।

Advertisements

মূলত রাজ্য সরকারী কর্মচারীদের জন্য ব্যবস্থা রয়েছে ভ্রমণ ভাতার। এক্ষেত্রে ভ্রমণে গেলে তাদের সরকার তরফে অর্থ প্রদান করা হয়। এবার সেই ভ্রমণ ভাতার ক্ষেত্রে দুই নিয়মে আনা হল পরিবর্তন। সেই নিয়ম দুটি হল ভ্রমণ ভাতা (Travel Allowance) দেওয়া অঙ্কের পরিমাণ এবং টাকার অনুমোদন পদ্ধতি। অর্থাৎ সরকার তরফে কর্মীদের ভ্রমণ ভ্রাতার গাড়ি ভাড়া দেওয়ার অঙ্কের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি সেই টাকা অনুমোদন পদ্ধতির নিয়মও বদলে দেওয়া হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Provident Fund: জুলাই মাসেই অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা! বড় খুশির খবর দিলে EPFO

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, পূর্বে এই ভ্রমণ ভাতায় গাড়ি ভাড়ার বিল পেশ করা নিয়ে উঠেছে নানা ধরনের অভিযোগ। এমনকি গাড়ি ভাড়ার বিলে অধিক পরিমাণ ভাড়ার অভিযোগও উঠেছে। অভিযোগ উঠেছে বিল পেশ করা সত্ত্বেও সেই টাকা না পাওয়া নিয়ে। সেই বিল অনুযায়ী টাকা পাস হওয়ার ক্ষেত্রেও দেখা দিয়েছে নানান জটিলতা। মূলত এইসব অভিযোগ এবং জটিলতা দূর করতেই ভ্রমণ ভাতায় গাড়ি ভাড়ার টাকা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি এই টাকা পেতে যাতে সমস্যা না হয়, অধিক ভাড়ার বিল যাতে পেশ করতে না পারে সেই বিষয়টির জন্য নিয়ম পরিবর্তন করা হয়েছে। নতুন কি নিয়ম আনা হয়েছে?

অর্থ দপ্তর তরফে জানানো হয়েছে এলটিসিতে অর্থাৎ সরকারি কর্মচারীরা পরিবার নিয়ে ঘুরতে গেলে ভ্রমণ ভাতার (Travel Allowance) আওতায় ট্রেন বা টিকিটের দাম পান। তবে এই ট্যুরের গাড়ি ভাড়ার নির্দিষ্ট কোনো পরিমাণ ছিল না। যাতে যে যেমন খুশি ভাড়ার বিল পেশ করত। তাই এবারের সেই নিয়মে গাড়ি ভাড়ার নির্দিষ্ট পরিমাণ জানিয়ে দেওয়া হয়েছে। নয়া নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি ঘুরতে গেলে প্রতি কিলোমিটার তাকে ১৬ টাকা প্রদান করা হবে। পাশাপাশি বিল পাস করার নিয়মেও আনা হয়েছে পরিবর্তন। পূর্বে অর্থ দপ্তরের কাছে অর্থ অনুমোদনের জন্য পাঠাতে হতো। তবে নয়া নিয়মে ওই ব্যক্তি যে দপ্তরের কর্মী সেই দপ্তরই অর্থ অনুমোদনের সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য বিষয় এলটিসি এবং এইচটিসিতে বাকি নিয়ম অপরিবর্তিত রয়েছে।

Advertisements