Airtel Tariff Rate Hike: জিওর পর এয়ারটেল! বেড়ে গেল মোবাইল রিচার্জের খরচ, দেখে নিন কত

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই জল্পনা চলছিল দেশের মোবাইল সংস্থাগুলি তাদের মোবাইল খরচ বৃদ্ধি করবে। সেই জল্পনাকে সত্যি করেই প্রথম মোবাইল খরচ বৃদ্ধি করার ঘোষণা করে জিও (Jio)। আর জিওর মোবাইল খরচ বৃদ্ধি করার ঘোষণা হওয়ার কয়েক ঘন্টা পার হতে না হতেই এয়ারটেল তাদের প্ল্যানের দাম বৃদ্ধি (Airtel Tariff Rate Hike) করার ঘোষণা করে দিল।

জিওর তরফ থেকে নতুন যে মোবাইল রিচার্জ প্ল্যানগুলির খরচ বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে, সেগুলির দাম বাড়বে আগামী ৩ জুলাই থেকে। একইভাবে এয়ারটেলও ঐদিন থেকেই খরচ বৃদ্ধি করার ঘোষণা করলো। আর এরই পরিপ্রেক্ষিতে এবার জিও গ্রাহকদের মতো এয়ারটেল গ্রাহকদেরও মোবাইলের পিছনে বেশি খরচ করতে হবে।

দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক এয়ারটেল নতুন যে ট্যারিফ প্ল্যান ঘোষণা করেছে সেই ঘোষণা অনুযায়ী ১৭৯ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হবে ১৯৯ টাকা। ৪৫৫ টাকার যে রিচার্জ প্ল্যান ছিল তার দাম বেড়ে হবে ৫৯৯ টাকা। এয়ারটেলের ১৭৯৯ টাকার যে রিচার্জ প্ল্যান ছিল সেটির দাম বৃদ্ধি পেয়ে হয়ে যাচ্ছে ১৯৯৯ টাকা। এছাড়াও আরো বেশ কতকগুলি রিচার্জ প্ল্যনের দাম এয়ারটেলের তরফ থেকে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন 👉 Jio Announces Tariff Hike: মাথায় হাত জিও গ্রাহকদের, বাড়ল রিচার্জ খরচ, এবার খসবে অনেক বেশি টাকা

২৬৫ টাকার রিচার্জ প্ল্যান ২৯৯ টাকা, ২৯৯ টাকার রিচার্জ প্ল্যান ৩৪৯ টাকা, ৩৫৯ টাকার রিচার্জ প্ল্যান ৪০৯ টাকা, ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান ৪৪৯ টাকা, ৪৭৯ টাকার রিচার্জ প্ল্যান ৫৭৯ টাকা, ৫৪৯ টাকার রিচার্জ প্ল্যান ৬৪৯ টাকা, ৭১৯ টাকা রিচার্জ প্ল্যান ৮৫৯ টাকা, ৮৩৯ টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হচ্ছে ৯৭৯ টাকা। হিসেব অনুযায়ী রিচার্জ প্ল্যানের দাম প্ল্যানের পরিপ্রেক্ষিতে ২০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। টেলিকম সংস্থা হিসেবে জিও এবং এয়ারটেলের এমন সিদ্ধান্তের ফলে সাধারণ গ্রাহকদের পকেট থেকে অনেক বেশি টাকা খসবে।

অন্যদিকে এয়ারটেল তাদের 5G পরিষেবার ক্ষেত্রে নতুন ঘোষণায় জানিয়েছে, 5G প্ল্যান এখনো গ্রাহকরা বিনামূল্যেই পাবেন। তবে এর জন্য গ্রাহকদের মোবাইল নম্বরের ন্যূনতম ২৩৯ টাকার রিচার্জ প্ল্যান সক্রিয় থাকতে হবে। আপাতত আগের মতই এয়ারটেল তাদের গ্রাহকদের আনলিমিটেড 5G পরিষেবা দেবে। দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও-ও এয়ারটেলের মতই নূন্যতম ২৩৯ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করা থাকলেই বিনামূল্যে আনলিমিটেড 5G পরিষেবা দেবে।