কাঁচাম বাদাম-এর পর ভাজা বাদাম, নতুন গান বেঁধে ভাইরাল আরেক বাদাম বিক্রেতা

SHARMISTHA CHATTERJEE

Updated on:

Advertisements

শর্মিষ্ঠা চ্যাটার্জী : সামাজিক মাধ্যমে বিগত কয়েক মাস ধরে ‘কাঁচা বাদাম’ গান গেয়ে বেশ জায়গা করে নিয়েছেন বীরভূমের ভুবন বাদ্যকর। তাকে নিয়ে সরগরম রয়েছে সোশ্যাল মিডিয়া। ইউটিউবার থেকে শুরু করে ব্লগার এমনকি রাজনৈতিক ব্যক্তিত্ব মদন মিত্র পর্যন্ত তাঁর গানে মেতে উঠেছিলেন এমন ভিডিও ও সামনে এসেছিল।

Advertisements

তবে সেই রেশ কাটতে না কাটতে এবার চলে গেলো বাজারে নতুন ট্রেন্ড ‘ভাজা বাদাম।’ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির এক বাদাম বিক্রেতা এবার ভাজা বাদামের সুরে দর্শক টানছেন। এই বাদাম বিক্রেতা কিন্তু কাঁচা বাদাম মোটেই বিক্রি করেন না তিনি আবার বিক্রি করেন ভাজা বাদাম।

Advertisements

জলপাইগুড়ির ভাইরাল হওয়া এই ভাজা বাদাম বিক্রেতার নাম গুরুপদ সরকার। তিনি এবার ভাজা বাদাম বিক্রির সাথে সাথে গান গেয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন।

Advertisements

রাস্তার পাশে বসে তিনি গান ধরেছেন, ‘আমার কাছে নাইগো কোনো কাঁচা বাদাম, আমার কাছে আছে শুধু ভাজা বাদাম।’ জলপাইগুড়ির ধাপগঞ্জের বাসিন্দা গুরুপদ সরকার। তিনি অবশ্য নিজে মুখে স্বীকারও করেছেন, কাঁচা বাদাম গানের পরই তিনি এই অভিনব পদ্ধতির দ্বারা ক্রেতা টানছেন দোকানে।

তিনি গত দু’বছর যাবত ভাজা বাদাম বিক্রি করছেন। তবে এবার গানের সুরে বাদাম বিক্রিতে বেশ বিক্রি বেড়েছে তাঁর। ক্রেতারা দোকানে এসে গান শুনছেন আর তার সাথে ভাজা বাদাম কিনছেন। ফলে দিন ফিরেছে বিক্রেতার। খুশি তিনি।

এই ভিডিও সামনে আসার পর তো মনে হচ্ছে বাদাম যে আর কিছুতেই পিছু ছাড়ছে না আমাদের। কাঁচা বাদাম থেকে এবার আবার জুটলো ভাজা বাদাম।

Advertisements