নিজস্ব প্রতিবেদন : ভারতীয় মহাকাশ গবেষণাগার ইসরো (ISRO) বিশ্বের প্রথম কোন মহাকাশ গবেষণাগার হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে সবাইকে অবাক করে দিয়েছে। চন্দ্রযান ৩ (Chandrayaan 3) ভারতকে এমন সফলতা এনে দিয়েছে আর এই সফলতার জন্য মহাকাশ গবেষণায় ভারতের নাম এখন বিশ্বের দরবারে পুজিত হচ্ছে। তবে কেবলমাত্র চাঁদ জয়ের পরই থেমে থাকছে না ভারত। ব্যাক টু ব্যাক বিভিন্ন মিশনে সামিল হতে চলেছে ISRO। চন্দ্রাভিযান শেষ হতে না হতেই দেখা গিয়েছে সূর্যের উদ্দেশ্যে ভারত পাঠিয়ে দিয়েছে আদিত্য এল১ (Aditya L1)।
এর পাশাপাশি আরও একাধিক মিশনে ভারত অংশগ্রহণ করতে চলেছে আর সেই সকল মিশন যেমন বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলির বিভিন্ন অভিযানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে, ঠিক সেই রকমই এই সকল মিশন প্রতিটি ভারতবাসীর বুক গর্বে ভরিয়ে দিচ্ছে। যেমন ভারত কিছুদিনের মধ্যেই সমুদ্রের গভীরে গবেষণায় যেতে চলেছে। ঠিক সেই রকমই আবার মহাকাশে মানুষ পাঠানোর জন্য সমস্ত প্রস্তুতি প্রায় শেষের দিকে। এসবের মধ্যে আরও একটি নতুন মিশনের পরিকল্পনা সম্পর্কে জানা গেল।
চাঁদ, সূর্য ইত্যাদির পর এবার ভারতীয় মহাকাশ গবেষণাগারের নজর পড়েছে শুক্রের (Venus) দিকে। শুক্র ছাড়াও সৌরজগতের বাইরে যে সকল গ্রহ রয়েছে তাদের নিয়েও নতুন নতুন পরিকল্পনা শুরু করছে ইসরো। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ সম্প্রতি এই বিষয়ে তাদের লক্ষ্য নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিয়েছেন। ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমির একটি অনুষ্ঠানে ইসরো চেয়ারম্যানকে এমন বেশ কিছু প্রসঙ্গ তুলতে দেখা যায়।
ওই অনুষ্ঠানে ইসরো চেয়ারম্যান এস সোমনাথকে বলতে শোনা যায়, শুক্রকে নিয়ে ইসরোর বড় পরিকল্পনা রয়েছে। শুক্র গ্রহের বিভিন্ন বিষয় খতিয়ে দেখার জন্য একটি মিশন শুরু করবে ইসরো। এছাড়াও দুটি উপগ্রহ পাঠানোর পরিকল্পনা রয়েছে, যে দুটি উপগ্রহ খতিয়ে দেখবে পৃথিবীর উপরে মহাকাশের আবহাওয়ার প্রভাব কতটা। এছাড়াও মঙ্গলেও ইসরো মহাকাশযান অবতরণ করানোর জন্য নতুন মিশনের লক্ষ্য নিয়ে নামছে।
এছাড়াও সামনের ডিসেম্বর মাসে মিশরের তরফ থেকে উৎক্ষেপণ করা হবে এক্স-রে পোলারিমিটার উপগ্রহ। এই উপগ্রহ তারার মৃত্যুর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে। এই সকল মিশন ছাড়াও সৌরজগতের বাইরে যে সকল গ্রহ রয়েছে তাদের সম্পর্কেও পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য এখন নানান লক্ষ্য নিয়ে নামছে ইসরো।