Nusrat Ex-Husband: নুসরতের পর আরও এক সম্পর্কে চিড় নিখিলের, টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে অন্য কথা

Prosun Kanti Das

Published on:

After Nusrat another relationship has broken of her Ex-Husband Nikhil: বাংলা রূপলী পর্দার জগতের অন্যতম নায়িকা নুসরত জাহান। বর্তমানে যিনি যশ দাশগুপ্তের স্ত্রী হিসেবেও পরিচিত। তবে তাঁর প্রথম স্বামী ছিলেন নিখিল জৈন (Nusrat Ex-Husband)। যার সাথে বুদাপেস্টে জাঁকজমকে বিয়ে করেছিলেন নুসরত জাহান। কিন্তু পরবর্তীতে সেই বিবাহ অস্বীকার করেন অভিনেত্রী। মূলত নুসরতের সুত্রেই লাইম লাইটে আছেন নিখিল। সম্প্রতি তাকে নিয়ে নেটদুনিয়ায় চলছে জোরালো আলোচনা ।

প্রসঙ্গত, ২০১৯ সালে গাঁটছড়া বাঁধেন নুসরত-নিখিল। ‘দ্য এন জে অ্যাফেয়ার’ নামে তাদের বিবাহের সুন্দর নামকরণ করা হয়। কিন্তু বিয়ের এক বছর কাটতে না কাটতেই সম্পর্কে ভাঙ্গন দেখা দেয়। নুসরত এই বিবাহ অস্বীকার করে, আইনতম বৈধ নয় বলে দাবি করে। তাঁর কথায়, নিখিল (Nusrat Ex-Husband) তার লিভ ইন পার্টনার ছিল। সেই নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। পরবর্তীতে ২০২১ সালে নুসরত হঠাৎ করে অন্তঃসত্ত্বা হওয়ায় শোরগোল পরে নুসরতের সন্তানের বাবার পরিচয় নিয়ে। ঠিক সেই সময়েই নিখিল জানান, তিনি এই সন্তানের বাবা নন। সেই নিয়ে প্রচুর জল ঘোলা হয় সর্বত্র। চলে কেস কাছারি। তারপর থেকে লাইম লাইট থেকে সরে যান নিখিল।

তবে সম্প্রতি ভিডিও পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়া শিরোনামে নুসরত প্রাক্তন স্বামী। প্রসঙ্গত, নুসরতের সাথে বিচ্ছেদ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হন নিখিল। জিম থেকে সমাজের মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন নিখিল জৈন। যা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। উসকো খুসকো চুল, ঘাম যুক্ত মুখ। যা দেখে কারোর মন্তব্য, নিখিল কে চেনাই যাচ্ছে না, তিনি ভালো আছেন তো? আবার কেউ তাকে দেখে কবির সিং-এর সাথে তুলনা করেছেন।

আরও পড়ুন ? Nusrat Jahan Tattoo: নিখিল নয়, যশও নয়, নুসরতের বুকের ট্যাটুতে অন্য পুরুষের ইতিহাস! ফাঁস গোপন অতীত

নিখিল জৈনের পোস্ট দেখেই প্রসঙ্গ ওঠে নতুন সম্পর্কের। জানা গিয়েছিল নুসরতের সাথে বিচ্ছেদের পর টলিপাড়ার সৌরসেনী মৈত্রের প্রেমে পড়েছিলেন নুসরত প্রাক্তন স্বামী। কিন্তু টলিপাড়া বলছে অন্য কথা। শোনা যাচ্ছে, নিখিল-সৌরসেনীর সম্পর্ক আর নেই। সাম্প্রতিক সৌরসেনীর নাম জড়াচ্ছে টলি ইন্ডাস্ট্রির এক নামী পরিচালকের সাথে।

তবে সম্পর্ক নিয়ে যায় আলোচনা হোক না কেন বর্তমানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত নুসরত প্রাক্তন স্বামী (Nusrat Ex-Husband)। ব্যক্তিগত জীবনে তিনি একজন সফল ব্যবসায়ী। ‘রঙ্গোলি’ ব্র্যান্ডের মালিক তিনি। যে ব্র্যান্ডের একসময় মুখ হয়ে ওঠেন সৌরসেনী। বর্তমানে তার কাজ নিয়েই নিজেকে ব্যস্ত রেখেছেন নিখিল। তবে পরবর্তী সময়ে জীবনে অন্য কোনো রমণীর আগমন ঘটবে কিনা বা জীবন নতুনভাবে শুরু করবে কিনা তা নিয়ে নিশ্চিত কোনো খবর নেই। সবই সময়ের অপেক্ষা।