Tribeni Kumbh: চলতি বছরের মকর সংক্রান্তি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। ১৪৪ বছর পর প্রয়াগরাজে অনুষ্ঠিত কুম্ভ মেলা মহাকুম্ভে পরিণত হয়েছে। কথিত রয়েছে এই সময়ে স্নান করলে পুণ্য অর্জন হয়। মোচন হয় পাপ। আর এই বিশ্বাসেই লাখ লাখ পুণ্যার্থীদের আগমন ঘটছে প্রয়াগরাজের মহাকুম্ভে। তবে এবার প্রয়াগরাজের পর পুণ্যার্থীদের আকর্ষণ করল ত্রিবেণী সাধু সন্তরা। মাতাচ্ছেন ত্রিবেণী কুম্ভ। টিকা পড়িয়ে আশীর্বাদ করছেন পুণ্যার্থীদের। কোন কোন নাগা সাধুরা রয়েছে ত্রিবেণী কুম্ভ মেলায়?
প্রসঙ্গত, গঙ্গা-যমুনা-সরস্বতী নদীর ত্রিবেনী সঙ্গম হল প্রয়াগরাজ। তবে প্রয়াগরাজের পাশাপাশি ত্রিবেণী রয়েছে বাংলাতেও। যা বিশেষত মুক্তবেণী নামে পরিচিত। এক প্রাচীন তীর্থক্ষেত্র বলা হয় হুগলির এই ত্রিবেণীকে। প্রয়াগরাজের মতো এখানেও অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা (Tribeni Kumbh)। কথিত রয়েছে প্রয়াগরাজের কুম্ভ মেলা শেষে সাধুসন্তরা মাঘী পূর্ণিমায় এই ত্রিবেণীতে এসে মিলিত হতেন। একদিনের জন্য এখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হতো। যা অনুকূম্ভ নামে পরিচিত। তবে সময়ের সাথে সাথে তা বন্ধ হয়ে যায়।
তবে গত কয়েক বছর ধরে আবারো হুগলি ত্রিবেণীতে শুরু হয়েছে কুম্ভ মেলা। চলতি বছরে ৪ বছরের মাথায় ১২ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ত্রিবেণী কুম্ভ। কুম্ভ মেলা উদ্দেশ্যে চলছে পুনর্জাগরণ, পুণ্যার্জনের কাজ। যা সমাপ্ত হবে ১৩ই ফেব্রুয়ারি। আর সেই নিয়ম অনুযায়ী মাঘী পূর্ণিমায় পুন্যার্থীদের ভিড় পরিলক্ষিত হয়েছে ত্রিবেণী-কুম্ভে। বহু পণ্যার্থী এদিন অর্থাৎ মাঘী পূর্ণিমায় পুণ্য স্নান করে ত্রিবেণী কুম্ভে আগত নাগা সাধুদের হাতে টিকা পরে নিচ্ছেন আশীর্বাদ। ত্রিবেণী-কুম্ভে আগত পুণ্যার্থীদের আকর্ষণ করছে কাশ্মীরের বুলেটবাবা, কেদারনাথের টুপিবাবা, অসমের কিন্নর আখড়ার সোনালী নন্দগিরি সহ বহু নাগা সাধুসন্তরা। পুণ্যার্থীদের আশীর্বাদের পাশাপাশি ত্রিবেণী-কুম্ভ নিয়ে বলছে নানান কথা। কি বলছেন তারা?
আরও পড়ুন: ডেউচা পাঁচামি কয়লা শিল্পের কাজ শুরু হতেই নতুন বার্তা দিলেন অনুব্রত
অসমের কিন্নর আখড়ার সোনালী নন্দগিরি তার কুম্ভ যাত্রা নিয়ে বলেন, তিনি প্রথমে অসম থেকে প্রয়াগরাজে মহাকুম্ভে গিয়েছেন। সেখানে স্নান করে বর্তমানে ত্রিবেণীতে এসে উপস্থিত হয়েছেন। ত্রিবেণী কুম্ভে (Tribeni Kumbh) তিনি স্নান করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি পুণ্যার্থীদের উদ্দেশ্যে বলেন, যারা প্রয়াগরাজে পুণ্য স্নান করতে পারেননি তারা ত্রিবেণীতে স্নান করতে পারেন। এখান থেকে মাতাজি, নাগা সাধুদের আশীর্বাদ নিতে পারেন।
অন্যদিকে কাশ্মীরের বুলেটবাবা ত্রিবেণী কুম্ভ নিয়ে বলেন, আজ থেকে নয় সেই সত্য যুগ থেকে চলে আসছে সনাতন ধর্মের এই কুম্ভ মেলা। বর্তমানে সাধুসন্তরা এই কুম্ভ মেলায় (Tribeni Kumbh) মিলিত হন। তবে পূর্বে বড় বড় মুনি-ঋষিরা কুম্ভ মেলায় আসতেন। মূলত জগতের মঙ্গল কামনার্থেই এই পবিত্র সমাবেশ বলে জানিয়েছেন বাইক বাবা। বাইক নিয়েই তিনি সব জায়গায় যান। তেমনি প্রয়াগরাজ হয়ে বুলেট নিয়েই তিনি উপস্থিত হয়েছেন ত্রিবেণী কুম্ভ মেলায়।